পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের অধিগ্রহণকৃত জমির মূল্য পরিশোধ ও পূর্ণবাসনের দাবিতে কলাপাড়ায় সাংবাদিক সম্মেলন করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
বুধবার (১১ জানুয়ারি) বেলা ১১টায় কলাপাড়া রিপোর্টার্স ইউনিটে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যে মরিচবুনিয়া এলাকার ক্ষতিগ্রস্ত আবুল খা বলেন, ২০১৪ সালে জমি অধিগ্রহণের মাধ্যমে প্রকল্পটি শুরু হয়। তবে ৫টি পরিবারের জমির মূল্য পরিশোধ হয়নি এবং তারা এখনও পূর্ণবাসনের সুযোগ পাননি।
তিনি আরও জানান, পুকুর, গাছপালা ও ঘরবাড়ির ক্ষতিপূরণ দেওয়া হলেও তাদের জমির ন্যায্যমূল্য পরিশোধ করা হয়নি। পরিবারের সদস্যরা এখন রাস্তার পাশে ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন করছেন।
অপর এক ভুক্তভোগী হোসনেয়ারা বেগম বলেন, “বাড়ি-ঘর হারিয়ে এখন রাস্তার পাশে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছি। আমার স্বামী ও সন্তান নেই। একা জীবনযাপন করতে গিয়ে চরম দুর্ভোগে আছি।”
তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রতিনিধি জজ তালুকদার বলেন, “ভূমি অধিগ্রহণ শাখাই ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করেছে। তালিকাভুক্তরাই পূর্ণবাসন সুবিধা পেয়েছেন।”
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত সমাধানের জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। তবে কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।


