তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, যদি ছাত্র উপদেষ্টারা দল গঠনের প্রক্রিয়ায় অংশ নিতে চান, তাহলে তারা সরকার থেকে সরে দাঁড়াবেন। বুধবার বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে নাহিদ ইসলাম এই মন্তব্য করেন।
তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হলো বিচার, সংস্কার এবং নির্বাচন নিশ্চিত করা। আমরা এখানে গণ-অভ্যুত্থানের প্রতিশ্রুতি বাস্তবায়নে ওয়াচডগের ভূমিকা পালন করছি।’
বিএনপির অবস্থানের প্রসঙ্গে তিনি বলেন, ‘নিরপেক্ষ সরকারের দাবি তারা করলেও বাস্তবতা ভিন্ন। আওয়ামী লীগ এবং বিএনপি উভয়ের বক্তব্যে মিল পাওয়া যায়, যা সন্দেহজনক।’
তিনি আরও জানান, ‘বিচার প্রক্রিয়া চলবে এবং রিকনসিলিয়েশন প্রক্রিয়ার মধ্য দিয়ে নতুন রাজনৈতিক সমাধান আসবে। তবে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার থাকবে না। দলটি বিতাড়িত হয়েছে এবং বিচার হবে।’
তিনি বলেন, ‘যারা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের কর্মী ছিলেন কিন্তু অপরাধের সঙ্গে জড়িত ছিলেন না, তাদের ইনডেমনিটি দেওয়া হতে পারে। এভাবে রিকনসিলিয়েশন সম্ভব।’
নাহিদ ইসলাম বলেন, ‘আমরা দল গঠনের প্রক্রিয়ায় প্রত্যক্ষ অংশ নিচ্ছি না। যদি অংশ নিই, তবে সরকার থেকে সরে যাব।’


