ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন
ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামী হাসান মাতুব্বরকে ৪০ যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সোমবার ২৮ নভেম্বর দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দুই নম্বর আদালতের বিচারক শিয়াবুল ইসলাম এ রায় দেন। সন্ধ্যায় আদালতের পেশকার মামুন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, এ সময় মামলার একমাত্র আসামি হাসান মাতুব্বর আদালতে উপস্থিত ছিলেন। হাসান ফরিদপুর জেলা সদরের রামকান্তপুর এলাকার আজিম মাতুব্বরের ছেলে বলে জানা যায়।
এনবিএস/ওডে/সি


