এডভোকেট জুবেদ আলীর মৃত্যুতে টেলিযোগাযোগ মন্ত্রীর শোক
বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর , মুক্তিযুদ্ধের সংগঠক, প্রবীণ আওয়ামী লীগ নেতা এডভোকেট এম জুবেদ আলী'র মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার। আজ দুপুর ১২টায় ময়মনসিংহ শহরের নেক্সাস হাসপাতালে নেত্রকোণা-৩ আসনের ৪ বারের এমপি, প্রবীণ আওয়ামী লীগ নেতা এডভোকেট এম জুবেদ আলী ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
মন্ত্রী আজ শনিবার এক শোক বাণীতে মরহুম এম জুবেদ আলীকে জাতির পিতার আদর্শ প্রতিষ্ঠায় ভুমিকা এবং মুক্তিযুদ্ধকালে তার বীরত্বপূর্ণ অবদানের জন্য গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন জুবেদ আলী নেত্রকোণা তথা বৃহত্তর ময়মনসিংহ এলাকার একজন কৃতিমান রাজনীতিবিদ কিংবা মুক্তিযুদ্ধের সংগঠকই ছিলেন তাই নয় , তিনি ছিলেন অনন্য গুনে গুনান্বিত একজন মানুষ। মন্ত্রী মরহুম জুবেদ আলীর রাজনীতিক জীবন তুলে ধরেন। তিনি বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সময় পর্যন্ত নেত্রকোণা মহকুমা আওয়ামী লীগের সভাপতি পদে দ্বায়িত্ব পালন করেন তিনি।
১৯৭১ সন পরবর্তী দীর্ঘ পাঁচ বৎসর ময়মনসিংহ জেলা ত্রাণ ও পুনর্বাসন সংস্থার সভাপতি এবং ময়মনসিংহ সমাজ কল্যাণ সংস্থার সভাপতির দ্বায়িত্ব পালন করেন। ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত সরকারী উকিল হিসাবে তিনি কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণেতা এম. জুবেদ আলী ১৯৭০ সালের তৎকালীন পূর্বপাকিস্তান প্রাদেশিক নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রাদেশিক পরিষদ সদস্য নির্বাচিত হন। ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন ময়মনসিংহ-২৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সম্মিলিত বিরোধী দলের হয়ে নেত্রকোণা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নেত্রকোণা-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বীর মুক্তিযাদ্ধা জনাব মোস্তফা জব্বার বলেন এডভোকেট জুবেদ আলীর মৃত্যুতে জাতি হারালো একজনমহান রাজনীতিক আর আমি হারিয়েছি এক অতি আপনজন। মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।


