কাঁচামরিচ ১২০ টাকা, পেঁপে ৮০
ঈদের চতুর্থ দিন প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে ৫ টাকা কমেছে। তবে দাম বেড়ে কাঁচামরিচ ১২০ টাকা, পেঁপে ৮০ টাকা ও টমেটো ৬০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৮০ টাকা। সোনালি মুরগির কেজি বিক্রি হচ্ছে ৩০০ টাকা। লেয়ার মুরগির দাম কেজিতে ৪০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২৮০ টাকায়। এছাড়া অপরিবর্তিত রয়েছে অন্যান্য পণ্যের দাম।
বাজারে ঈদের সময়ের দামে বিক্রি হচ্ছে গরুর মাংস। গরুর মাংসের কেজি ৭০০ টাকা। খাসির মাংসের কেজি বিক্রি হচ্ছে ৯০০ টাকায়। বিক্রেতারা বলছেন, বেশি দাম দিয়ে গরু কিনতে হচ্ছে। তাই বেশি দামে বিক্রি করছি।
ভাটারা নুরেরচালার বোটঘাটের মাসুম এন্টারপ্রাইজের মালিক মাসুম বলেন, অধিকাংশ সবজির দাম কমেছে। তবে পর্যাপ্ত সরবরাহ না থাকায় কিছু সবজির দাম বেড়েছে। নতুন পেঁপে এখনো না উঠায় দাম বেশি। এছাড়া প্রতি কেজি ঢেঁড়স ৫০ টাকা, পটল ৫০ টাকা, বেগুন ৬০ থেকে ৭০ টাকা, শসা ৩০ থেকে ৪০ টাকা, কাকরল ৬০ থেকে ৭০ টাকা, বরবটি ৫০ থেকে ৬০ টাকা, ধন্দুল ৫০ টাকা ও ঝিঙ্গা ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
তবে মুরগী বিক্রেতারা বলছেন, মুরগির সরবরাহ অনেক কম। উৎপাদন কম থাকায় খামারিরা দাম বেশি চাইছে। একই সঙ্গে ক্রেতাদের চাহিদাও কম এরপরও মুরগির দাম বেশি। ক্রেতাদের চাহিদা বাড়লে দাম আরো বাড়ার সম্ভাবনা আছে।