ঈদের ছুটির ৬ দিনে সড়কে ঝরলো ১৪৮ প্রাণ

ঈদ আনন্দকে পরিবারের সঙ্গে ভাগাভাগি করে নিতে প্রতি বছর প্রচণ্ড দুর্ভোগ আর ঝুঁকি নিয়ে বাড়ি ফেরেন মানুষ। এবছর ঈদ যাত্রা কিছুটা স্বস্তির হলেও সড়ক দুর্ঘটনায় শতাধিক পরিবারের আনন্দ পরিণত হয়েছে বিষাদে। 

ঈদের দ্বিতীয় দিনে দেশের বিভিন্নস্থানে সড়ক দুর্ঘটনায় ২১ জন নিহত হন। আহত হয়েছেন অন্তত ১৪ জন। রংপুর, পঞ্চগড়, মাদারীপুর, যশোর, নোয়াখালী, পাবনা,  পটুয়াখালী, ময়মনসিংহ, টাঙ্গাইল, রাজবাড়ী, বরিশাল ও কুমিল্লা জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এ প্রাণহানির ঘটনা ঘটেছে। গতকাল সারা দেশে প্রাণ গেছে আরো দশ জনের। 

পরিসংখ্যান বলছে, প্রতিবছর ঈদকে কেন্দ্র করে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশে গড়ে ১২৫ জন মারা যান। রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান জানান, ঈদের আগের তিন দিন ও পরের তিন দিন শতাধিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ১৩৮ জনের। অন্যান্য বছরের তুলনায় এবার সড়কে দুর্ঘটনা বেশি।

news