রমজানে ইসরায়েলের খেজুর বয়কটের আহবান ইউরোপ মুসলিমদের
শনিবার তারা এক ঘোষণায় বলেন, আমাদেরকে ফলটি কেনার সময় নিশ্চিত করতে হবে যে লাবেলিংয়ে ইসরায়েলের নাম লেখা আছে কিনা।
যুক্তরাজ্যভিত্তিক আল-আকসা বন্ধু সমিতির এফওএ শামিউল জোয়ার্দার বলেন, আমাদের এ বয়কটের সিদ্ধান্ত ফিলিস্তিনে অনিয়মতান্ত্রিকভাবে দখলদারি দেশটির বিরুদ্ধে শক্তিশালী একটি বার্তা।
সংস্থাটি জানায়, ইসরায়েল বিশ্বের বিখ্যাত ও সুস্বাদু ‘মেদজুল খেজুরের’ ৫০ শতাংশ উ ৎপাদন করে থাকে। যা কিনা ইউরোপের সুপার মার্কেট ও দোকানপগুলোতে রপ্তানি হয়ে থাকে।
যুক্তরাজ্য ছাড়াও এটি নেদারল্যান্ড, ফ্রান্স, স্পেন, ইটালিসহ ইউরোপ মহাদেশের বিভিন্ন দেশে ৩ হাজার টনের মত রপ্তানি করে থাকে ইসরায়েল। যা থেকে প্রায় ৭.৫ মিলিয়ন (৮.৯ মিলিয়ন) ইউরো অ্যায় করে দেশটি।
উল্লেখ্য, চলতি বছরে ১৩ শিশুসহ (এদের মধ্যে পাঁচ দিনের সদ্যজত শিশু রয়েছে) ৬২ প্যালেস্টাইনিকে হত্যা করেছে ইসরায়েল বাহিনী। জোয়ার্দার বিডিএস (বয়কট, ডাইভেস্টমেন্ট, স্যাংশন) কর্মসূচীটি এই রমজানে দৃঢ়ভাবে পালনের জন্য সবাইকে সচেতন থাকার আহবান জানিয়েছেন।
আগামী ১৭ মার্চ যুক্তরাজ্যের মসজিদে অনলাইনে আরও সচেতনতা তৈরির লক্ষ্যে ‘চেক দি লাবেল’ নামে একটি কর্মশালারও আয়োজন করেছে সংস্থাটি।
এনবিএস/ওডে/সি


