যুক্তরাষ্ট্র-দ. কোরিয়া বৃহত্তম সামরিক মহড়া ১৩-২৩ মার্চ

যুক্তরাষ্ট্র ও দক্ষিন কোরিয়া গত ৫ বছরের মধ্যে সবচাইতে বড় যৌথ সামরিক মহড়া চালানোর পরিকল্পনা করেছে। চলতি মাসের শেষ দিকে এ যৌথ মহড়া অনুষ্ঠিত হবে। উত্তর কোরিয়ার বিরুদ্ধে শক্তি প্রদর্শন করতে ইতোমধ্যে যুক্তরাষ্ট্র দূর পাল্লার বি-ওয়ানবি বোমারু বিমান কোরীয় উপদ্বীপে পাঠিয়েছে। উত্তর কোরিয়া পরিকল্পিত এ মহড়ার বিরুদ্ধে ‘নজীরবিহীন ব্যবস্থা গ্রহণের’ হুমকি দিয়েছে। হেরাল্ড টাইমস, এপি

গত শুক্রবার জানায় যে, দক্ষিন কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সেনা বাহিনী মাঠপর্যায়ের এ যৌথ মহড়া চালাবে ১৩-২৩ মার্চ পর্যন্তু। নামে এ মহড়ার নাম দেয়া হয়েছে ফ্রিডম শিল্ড। এতে কম্পিউটার-সিমুলেটেড কমান্ড পোস্ট প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। এ মহড়ার লক্ষ্য হচ্ছে তাদের প্রতিরক্ষা ও পাল্টা ব্যবস্থা গ্রহণ করার ক্ষমতা শক্তিশালী করা।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল ইসাকত এল টেইলর বলেন, মাঠ পর্যায়ের প্রশিক্ষনে যৌথ উভচর যুদ্ধযানগুলো অংশ নেবে। এর আগে ফোয়াল ইগল নামে দুদেশের মধ্যে বৃহত্তম বসন্তকালীন যৌথ মাঠ পর্যায়ের প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত হয় ২০১৮ সালে। এরপর কোভিড-১৯ ও উত্তর কোরিয়ার সাথে অচল কুটনৈতিক আলোচনা করার জন্য এ ধরণের বড় মহড়া অনুষ্ঠান বাতিল বা আকারে ছোট করা হয়েছিল। উত্তর কোরিয়ার পারমানবিক হুমকির মোকাবিলায় দু’দেশ তাদের মহড়া জোরদার করেছে।

যুক্তরাষ্ট্রের বি-ওয়ান বি বোমারু বিমান গত শুক্রবার প্রথম দক্ষিন কোরিয়ার সঙ্গে যৌথ বিমান প্রশিক্ষনে উড্ডয়ন করে। ১৯ ফেব্রুয়ারি অত্যন্ত স্পর্শকাতর এ বিমান দেশটিতে আসে। এ বিমান বিপুল পরিমান প্রচলিত অস্ত্রের বোমা বহনে সক্ষম। উত্তর কোরিয়ার ২টি ব্যালেস্টিক ক্ষেপনস্ত্র নিক্ষেপের জবাবে পরদিনই এ বিমান পাঠায় যুক্তরাষ্ট্র।

এনবিএস/ওডে/সি

news