যুক্তরাষ্ট্র থেকে ৫ পারমানবিক সাবমেরিন কিনবে অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া পরমাণু শক্তি চালিত যুক্তরাষ্ট্রে ভার্জিনিয়া শ্রেণীর ৫টি সাবমেরিন বা ডুবোজাহাজ কিনতে চায়। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে ঐতিহাসিক প্রশান্ত মহাসাগরীয় চুক্তির আওতায় ২০৩০ এর দশকে অস্ট্রেলিয়া এ সাবমেরিন কেনার কথা ঘোষনা করবে বলে ধারণা করা হচ্ছে। চার জন মার্কিন কর্মকর্তা এ কথা জানান। আল-জাজিরা
তথাকথিত এইউকেইউএস চুক্তির আওতায় আগামী বছরগুলোতে অন্তত একটি মার্কিন সাবমেরিন অস্ট্রেলিয়ার বন্দরগুলো ভ্রমণ করবে। যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা রয়টার্সকে একথা জানান।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এন্থোনি আলবানেসি আগামী সোমবার সান দিয়েগোতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সাথে বৈঠক করবেন। এ বৈঠকে তিনি তাদের সঙ্গে এইউকেইউএস’র পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়ে আলোচনা করবেন।
প্রশান্ত মহাসাগরীয় নিরাপত্তা চুক্তি প্রথম ঘোষণা করা হয় ২০২১ সালের সেপ্টেম্বরে। এতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, কৃত্তিম বুদ্ধিমত্তা ও সাইবার যুদ্ধ সরঞ্জাম সংযুক্ত করা হবে। চীনের ক্রমবর্ধমান শক্তি ও অঞ্চলটিতে তার নিজের অবস্থান সংহত করার যে চেষ্টা করছে তা মোকাবিলা করার লক্ষ্যে এ নিরাপত্তা চুক্তি করা হয়েছে বলে মনে করা হচ্ছে। চীন এ পদক্ষেপের নিন্দা করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক দু’জন কর্মকর্তা বলেন, বন্দরগুলো ভ্রমণ শেষে ২০২৭ সাল নাগাদ কয়েকটি সাবমেরিনকে অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলে মোতায়েন করা হবে।
২০৩০ দশকের প্রথম দিকে অস্ট্রেলিয়া ভার্জিনিয়া শ্রেণীর তিনটি সাবমেরিন কিনবে। তারা আরো দু’টি সাবমেরিন কেনার পরিকল্পনাও তাদের রয়েছে। পারমানবিক সাবমেরিণগুলো প্রচলিত সাবমেরিনের চেয়ে অনেক বেশি সময় সাগরে নীচে ডুবে থাকতে পারে এবং সহজে এগুলো সনাক্ত করা যায় না।
অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে বুধবার গার্ডিয়ানের খবরে বলা হয়, যুক্তরাজ্য অস্ট্রেলিয়ার কাছে ব্রিটিশ নকশা করা পরমাণবিক সাবমেরিন বিক্রির চেষ্টায় সফল হয়েছে।
এনবিএস/ওডে/সি


