ড্রোন ইস্যুতে মস্কোকে ক্ষমা চাইতে বলেনি যুক্তরাষ্ট্র-পেন্টাগন  

পেন্টাগনের প্রেস সেক্রেটারি ব্রিগেডিয়ার জেনারেল প্যাট্রিক রাইডার গণমাধ্যমকে বলেন, ক্ষমা নয় বরং আন্তর্জাতিক আইন মেনে যুক্তরাষ্ট্রের বিমান বা এ জাতীয় যেকোনো যন্ত্র বা যান আকাশে ভ্রমণ অব্যাহত রাখবে। আমরা এটি বারবার বোঝাতে চাইছি সবাইকে। এমনকি বিষয়টি নিয়ে প্রকাশ্যে ও ব্যাক্তিপর্যায়ে সবসময় স্পষ্ট করা হয়েছে।

এর আগে চলতি মাসের ১৪ তারিখে দেশটির বিমান বাহিনীর এম কিউ-৯ রিপার নামক ড্রোনটি ভূপাতিত করে রাশিয়া।

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী অবশ্য জানিয়েছেন, ড্রোনটি রুশ আকাশ সীমা অতিক্রম করায় তারা এটিকে ভূপাতিত করেছে। ড্রোনটিকে নিয়ন্ত্রনহীন অবস্থায় দেখা যায়। এসময় রুশ জঙ্গি বিমান এটিকে পাহারা দিয়ে দিরাপদ জায়গায় সরিয়ে আনার চেষ্টা করছিল। কিন্ত কোনো গুলি ছোড়া হয়নি।

অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে, এক জোড়া রাশিয়ান সু-২৭ জঙ্গি বিমান ড্রোনটিকে লক্ষ্য করে বেশ কয়েকবার পাখা দিয়ে আঘাত করার পর এটি ভূপাতিত হয়।


এনবিএস/ওডে/সি

news