যুক্তরাষ্ট্রের অনুসারী হওয়ার জন্য ইউরোপকে মার্কিন চাপ প্রতিরোধ করতে হবে: ম্যাঁক্রো

তাইওয়ান উত্তেজনায় চীনের সঙ্গে যুক্তরাষ্ট্র যে যুদ্ধংদেহী নীতি গ্রহণ করেছে, সেটি থেকে নিজেকে দূরে রাখছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাঁক্রো। গত রোববার মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, পশ্চিম ইউরোপের অবশ্যই কৌশলগত স্বাধীন নীতি অনুসরণ করা উচিত এবং আমেরিকার পক্ষে সংঘাতে জড়িয়ে পড়া থেকে বিরত থাকা উচিত।

চলতি সপ্তাহে চীন সফরের সময় ম্যাঁক্রো বলেন, যে দ্বন্দে আমাদের কোন উপকারিতা নেই, সেটিতে জড়িয়ে পড়লে ইউরোপকে সামনে অনেক বড় বিপদের সম্মুখীন হতে হবে। ইউরোপকে অবশ্যই যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাতে হবে এবং চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বন্দ্বে জড়ানোর বিষয়টি এড়িয়ে যেতে হবে।

সাক্ষাৎকারে তিনি আর ও বলেন, আমরা বিশ্বাস করি যে, আমরা নিতান্তই যুক্তরাষ্ট্রের অনুসারী। কিন্তু তাইওয়ান সংকটে জড়িয়ে পড়ার বিষয়টিতে ইউরোপের কোন স্বার্থ নেই। মার্কিন ডলারের ওপর ইউরোপীয়দের নির্ভরতা কমানোর পরামর্শও তিনি দিয়েছেন। ইউক্রেন সংঘাত শুরুর পর রাশিয়া এবং চীন এই লক্ষ্য অর্জনের নীতিই অনুসরণ করে চলেছে। এই ধরনের বক্তব্য তিনি আগেও দিয়েছেন। কিন্তু ইউক্রেন সংকটে ঠিকই ওয়াশিংটনের নেতৃত্ব অনুসরণ করছেন তিনি।

এনবিএস/ওডে/সি

news