খার্তুম থেকে মার্কিন কূটনীতিকদের উদ্ধার

সুদানের রাজধানী খার্তুম থেকে মার্কিন কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদেরকে উদ্ধার করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার এক বিবৃতিতে এ কথা জানান। তিনি বলেন, তাদের সেনাবাহিনী খার্তুম থেকে তাদের কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের উদ্ধার করেছে। 

এরআগে সুদানের আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস(আরএসএফ) জানায়, আজ রোববার ভোরের উদ্ধার কাজে ৬টি আকাশ যান ব্যবহার করা হয়। তারা এ উদ্ধারকাজে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করেছে। বাইডেনের বিবৃতিতে নিশ্চিত হয়েছে যে, খার্তুমের মার্কিন দূতাবাস এখন বন্ধ রয়েছে। এ উদ্ধার কাজ সফল করতে সহায়তা করার জন্য বাইডেন জিবুতি, ইথিওপিয়া ও সৌদি আরবকে ধন্যবাদ জানান। গত সপ্তাহে সুদানে সংঘর্ষ শুরুর পর এটি বিদেশী নাগরিকদের দ্বিতীয় উদ্ধার কাজ। আরবি নিউজ সার্ভিস আল হাদাস জানায়, ছয়টি বিমান দূতাবাস চত্বরে অবতরণ করে। কয়েক জন টুইটার ইউজার্স জানান যে, তারা দূতাবাস চত্বরে হেলিকপ্টার উঠানামার ঘটনা প্রত্যক্ষ করেছেন।
খার্তুম বিমানবন্দরে প্রায় গোলাগুলি ঘটায় সেখান দিয়ে উদ্ধার কাজ চালানো অসম্ভব হয়ে পড়েছে। অজ্ঞাত পরিচয় একজন মার্কিন কর্মকর্তা বার্তাসংস্থা এপিকে বলেন, সুদানে যুদ্ধ বন্ধের কোন লক্ষন দেখা না যাওয়ায় প্রেসিডেন্ট বাইডেন তার নিরাপত্তা টিমের সুপারিশে কূটনীতিকদের উদ্ধারের নির্দেশ দেন।

এরআগে শনিবার কুটনীতিক ও আন্তর্জাতিক কর্মকর্তাসহ দেড় শতাধিক বিদেশীকে সরিয়ে নেয়া হয় সৌদি আরবের জেদ্দা বন্দরে। তাদের অধিকাংশ হলেন উপসাগরীয় দেশগুলো এবং মিসর, পাকিস্তান ও কানাডার নাগরিক।

ফ্রান্স সুদান থেকে তাদের কুটনীতিক, কর্মকর্তা ও নাগরিকদের উদ্ধার কাজ শুরু করেছেন। এ দ্রুত উদ্ধার অভিযানে ইউরোপীয় ও মিত্র শরিক দেশের নাগরিকদেরকে উদ্ধার করা হবে দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়।

যুক্তরাজ্য বলেছে, তারা তাদের স্টাফকে উদ্ধারের বিষয় বিবেচনা করছে। এজন্য একটি হটলাইন স্থাপন করা হয়েছে। তবে যুক্তরাজ্য সুদান থেকে উদ্ধারের বিষয় কূটনীতিকদের মধ্যেই সীমিত রাখবে। কানাডা সরকার সুদানে অবস্থিত সেদেশের নাগরিকদের নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে।সুদানে সেনা প্রধান জে. আবদেল ফাত্তাহ আল-বুরহান ও আরএসএফ প্রধানের মধ্যে ক্ষমতার দ্বন্দ্বে দেশটিতে রক্তক্ষয়ী লড়াই চলছে। দু’পক্ষ ঈদ উপলক্ষে শুক্রবার থেকে তিন দিনের যুদ্ধবিরতিতে সম্মত হলেও তা কার্যকর হয়নি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, সুদানে সংঘর্ষে চারশ’রও বেশি মানুষ নিহত হয়েছেন। মৃতের সংখ্যা আরো অনেক বেশি হওয়ার আশংকা করা হচ্ছে। সংঘর্ষ থেকে বাঁচতে সুদান থেকে ২০ হাজারেরও বেশি লোক শাদে পালিয়ে গেছে যাদের বেশীর ভাগই নারী ও শিশু। 

news