এভারেস্ট আরোহনকালে মার্কিন পর্বতারোহীর মৃত্যু

মাউন্ট এভারেস্টে আরোহনকালে যুক্তরাষ্ট্রের এক পর্বতারোহীর মৃত্যু হয়েছে। অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট এক সংগঠক এ তথ্য নিশ্চিত করেছেন।

ভ্রমণ গাইড পাসাং শেরপা বলেন, জনাথন সুগারম্যান নামের ওই মার্কিন পর্বতারোহী অসুস্থ বোধ করতে শুরু করার পর ক্যাম্প-২ এ মারা যান। এরপর তার মরদেহ অন্যান্য আরোহীদের সাথে ক্যাম্প-২ তে রাখা হয়।

এপ্রিলের ২৬ তারিখ পর্যন্ত রেকর্ড ৪৬৩ জনকে পর্বতারোহনের অনুমতি দেয় নেপাল। মাউন্ট এভারেস্টে প্রতিদিন ঘটতে থাকে বিভিন্ন দুর্ঘটনা। মাউন্ট এভারেস্টে আরোহনকালে মৃত্যু ঘটে বহু আরোহীর।

সুগারম্যানের মৃত্যুর পর সেখানে অবস্থিত মার্কিন দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, মাউন্ট এভারেস্টে আরোহনকালে তার মৃত্যু হয়েছে। এ সময় তার পরিবার ও বন্ধুদের প্রতিও সমবেদনা জানানো হয়।

এনবিএস/ওডে/সি

news