রাজনৈতিক মেরুকরণের বিরুদ্ধে ওবামার হুশিয়ারি

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা তার বক্তৃতাদানের বিশ্ব ভ্রমণের বার্লিনে পর্যায়ের বক্তব্যে মিথ্যা তথ্যের বিপদ সম্পর্কে সতর্ক করে দিয়েছেন। বক্তব্য দান ছাড়াও তিনি জার্মান চ্যান্সেলার ওলাফ শুলজ ও সাবেক চ্যান্সেলার এঞ্জেলা মার্কেলের সঙ্গে ভোজে অংশ নেন।

গত বুধবারের বক্তব্যে ওবামা রাজনৈতিক মেরুকরণের বিপদ সম্পর্কেও হুঁশিয়ার করে দেন। এ বক্তব্য অনুষ্ঠানে তিনি বলেন, তরুণরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যা কিছইু দেখে তাকে তারা টিকটকের মঞ্চের মতোই মনে করে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন, এতে মিথ্যা তথ্য বিস্তারের ও মেরুকরণের পথ প্রশস্ত হতে পারে। তিনি একে গণতন্ত্রের প্রতি সবচেয়ে বড় হুমকি বলে উল্লেখ করেন।

বার্লিনের ১৭০০০ আসন বিশিষ্ট মার্সিডিস-বেঞ্জ এরিনার বক্তব্যে ওবামা এসব কথা বলেন। অনুষ্ঠানের টিকিটের দাম ছিল ৬০ ইউরো থেকে ৫৫০ ইউরো।

এনবিএস/ওডে/সি

news