ইরানের শত্রুরা নিজেরাই ব্যর্থতার কথা স্বীকার করেছেন: আইআরজিসি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র উপ-প্রধান আলী ফাদাভি বলেছেন, শত্রুরাও ইরানের বিরুদ্ধে তাদের ষড়যন্ত্র ব্যর্থ হওয়ার কথা স্বীকার করেছেন। তিনি আজ (রোববার) তেহরান প্রদেশের পিশওয়া শহরে ঐতিহাসিক ১৫ খোরদাদ গণজাগরণ দিবস উপলক্ষে এক সমাবেশে এ কথা বলেন।
১৯৬৩ সালের ৫ জুন ইরানের কোম ও তেহরানসহ বিভিন্ন স্থানে ইমাম খোমেনী (রহ.)-কে গ্রেপ্তারের প্রতিবাদে মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। তৎকালীন রাজতান্ত্রিক সরকারের পেটোয়া বাহিনী সেদিনের মিছিল ও সমাবেশ হামলা চালালে বহু মানুষ হতাহত হন। এই দিনটি ইরানে ১৫ খোরদাদের গণজাগরণ দিবস হিসেবে পরিচিত।
দিবসটি উপলক্ষে আয়োজিত সমাবেশে আলী ফাদাভি আরও বলেছেন, গত ৪৩ বছর ধরে নিরবচ্ছিন্নভাবে বিপ্লবী ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে শত্রুরা। আমেরিকার নেতৃত্বে এই ষড়যন্ত্র চললেও এখন পর্যন্ত তারা সফল হতে পারেনি। তারা এখন নিজ মুখে ব্যর্থতার কথা স্বীকার করে নিচ্ছে।
তিনি আরও বলেন, কুফরি শক্তি এমন কোনো পন্থা নেই যে অনুসরণ করেনি। কিন্তু তারা বিজয়ের মুখ দেখতে পারেনি। কুফরি ও জালিম শক্তিকে ইরান দৃঢ়তার সঙ্গে মোকাবেলা করতে সক্ষম হয়েছে বলে জানান এই সামরিক কমান্ডার।
আইআরজিসি'র উপ-প্রধান বলেন, আমেরিকা ও তার সহযোগীরা এক মুহূর্তের জন্য শয়তানি বন্ধ না করলেও ইরান ক্রমেই শক্তিশালী হচ্ছে। দিন দিন ইরানের শক্তি বাড়ছে।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে


