ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থগিতের প্রস্তাব দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট পাস
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা দেড় মাস ধরে চালানো এই আগ্রাসনে এখন পর্যন্ত নিহত হয়েছেন ১৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি। ইসরায়েলি এই হামলা থেকে বাদ যাচ্ছে না গাজার স্কুল, মসজিদ এমনকি হাসপাতালের মতো স্থাপনাও।
এই পরিস্থিতিতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থগিত করার পক্ষে ভোট দিয়েছেন দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট সদস্যরা। একইসঙ্গে রাজধানী প্রিটোরিয়ায় ইসরায়েলি দূতাবাস বন্ধ করে দেওয়ার পক্ষেও ভোট দিয়েছেন এমপিরা।
গাজায় ইসরায়েলি হামলার ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় প্রিটোরিয়ায় ইসরায়েলের দূতাবাস বন্ধ এবং ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থগিত করার আহ্বান জানিয়ে একটি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট।
পদক্ষেপটি মূলত প্রতীকী। যদিও পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে গৃহীত এই প্রস্তাব বাস্তবায়ন করা হবে কিনা তা প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সরকারের ওপর নির্ভর করছে।
গাজায় যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত রাজধানী প্রিটোরিয়ায় ইসরায়েলি দূতাবাস বন্ধ এবং ইসরায়েলের সঙ্গে সকল কূটনৈতিক সম্পর্ক স্থগিত করার আহ্বান জানিয়ে আনা এই প্রস্তাবটি মঙ্গলবার পাস হয়। প্রস্তাবটির পক্ষে ২৪৮ ভোট এবং বিপক্ষে ৯১টি ভোট পড়ে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি