দামেস্ক বিমানবন্দরে ফের ইসরায়েলি বিমান হামলা

সিরিয়ার দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। রোববার সিরিয়ার রাজধানীর এই বিমানবন্দর ও এর আশপাশের অন্যান্য লক্ষ্যবস্তুতে ইসরায়েলি বিমান হামলা চালানো হয়েছে বলে দেশটির সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।

সিরিয়ার সরকারপন্থী রেডিও স্টেশন শ্যাম এফএম জানিয়েছে, ইসরায়েলি হামলায় বিমানবন্দরের রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরান-সংশ্লিষ্ট সিরিয়ার গোষ্ঠীগুলোর বিরুদ্ধে গত কয়েক বছর ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। বিভিন্ন সময়ে ইসরায়েলের সামরিক বাহিনী আলেপ্পো ও দামেস্কের প্রধান বিমানবন্দরে হামলা চালিয়ে আসছে।

সিরিয়ায় ইরানি সরবরাহ বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে দামেস্ক এবং আলেপ্পোর প্রধান বিমানবন্দরে ইসরায়েল হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে। সিরিয়ায় ২০১১ সালে শুরু হওয়া গৃহযুদ্ধে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রতি সমর্থন জানানোর পর থেকে দেশটিতে তেহরানের প্রভাব বেড়েছে।

সিরিয়ার সংবাদপত্র আল ওয়াতান বলছে, ইসরায়েলি হামলার পর রাজধানীর দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরমুখী সব ফ্লাইট লাতাকিয়া এবং আলেপ্পোর বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।হামাস-ইসরায়েলের চলমান যুদ্ধ ঘিরে প্রতিবেশীদের সৃষ্ট উত্তেজনার মাঝে সিরিয়ার দামেস্ক এবং আলেপ্পো বিমানবন্দরে একাধিকবার হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

 সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, আগের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল দামেস্ক ব্মিানবন্দরটি মেরামতের পর চালুর ৩০ ঘণ্টারও কম সময়ের মধ্যে আবার এই বিমানবন্দরে হামলা চালাল ইসরায়েল। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news