গাজার ভেতর নেতানিয়াহু, যুদ্ধ অব্যাহত রাখার হুমকি

 হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চলার তৃতীয়দিন রোববার (২৬ নভেম্বর) ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রবেশ করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। সেখানে দখলদার সেনাদের সঙ্গে দেখা করে নেতানিয়াহু হুমকি দেন, গাজায় যুদ্ধ অব্যাহত রাখবেন তিনি।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর নেতানিয়াহুর গাজায় যাওয়ার একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে তিনি সেনাদের উদ্দেশ্যে বলছেন, ‘জিম্মিদের ফিরিয়ে আনতে আমরা সব প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা তাদের ফিরিয়ে আনব। এ যুদ্ধে আমাদের তিনটি লক্ষ্য হল: হামাসকে নির্মূল করা, সব জিম্মিকে ফিরিয়ে আনা এবং গাজা ইসরায়েলের জন্য যাতে আর হুমকি হয়ে না দাঁড়ায় তা নিশ্চিত করা।’

দখলদার ইসরায়েলি প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা শেষ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাব, বিজয়ের আগ পর্যন্ত, কোনো কিছু আমাদের থামাতে পারবে না এবং আমাদের আত্মবিশ্বাস আছে আমাদের সেই শক্তি, সামর্থ্য আছে। আমাদের ইচ্ছা এবং দৃঢ়তা আছে সব লক্ষ্য অর্জনের এবং আমরা তা অর্জন করবও।’ ২০০৫ সালের পর নেতানিয়াহু হলেন প্রথম ইসরায়েলি প্রধানমন্ত্রী হিসেবে গাজায় প্রবেশ করলেন।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news