ভেটো দিয়ে গাজায় যুদ্ধবিরতি হতে দিল না যুক্তরাষ্ট্র
ফিলিস্তিনি কর্মকর্তারা গাজায় মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে উত্থাপিত প্রস্তাবে মার্কিন যুক্তরাষ্ট্রের ভেটো ক্ষমতা প্রয়োগের তীব্র সমালোচনা করেছেন। তারা এ মার্কিন পদক্ষেপকে ‘ভয়াবহ বিপর্যয়কর’ ও ‘অবমাননাকর’ অভিহিত করেছেন। নিউইয়র্কের স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় উত্থাপিত প্রস্তাবে ফিলিস্তিনের গাজায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতি ও জিম্মিদের নিঃশর্ত মুক্তির আহ্বান জানানো হয়েছিল। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংযুক্ত আরব আমিরাত প্রস্তাবটি উত্থাপন করে। প্রস্তাবটির সহপৃষ্ঠপোষক ছিল প্রায় একশ’টি দেশ।
১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে ১৩টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। ভোটদানে বিরত ছিল কেবল যুক্তরাজ্য। শেষ পর্যন্ত ভেটো ক্ষমতাধর যুক্তরাষ্ট্র বিপক্ষে ভোট দিয়ে প্রস্তাবটি আটকে দেয়। নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্যের ভেটো ক্ষমতা রয়েছে। এ দেশগুলোর কোনো একটি প্রস্তাবের বিপক্ষে ভোট দিলে তা বাতিল হয়ে যায়।
খসড়া প্রস্তাবটিতে সকল পক্ষকে আন্তর্জাতি আইন বিশেষ করে অসামরিক লোকজনকে রক্ষা করা এবং অবিলম্বে মানবিক যুদ্ধবিরতি পালন এবং যুদ্ধবিরতি বাস্তবায়নের বিষয়ে পরিষদকে অবহিত করার জন্য জাতিসংঘ মহাসচিব এন্তনিয় গুতেরেসের প্রতি আহ্বান জানানো হয়েছিল।
গত বুধবার গুতেরেস প্রথম বারের মতো জাতিসংঘ সনদের ৯৯ ধারা জারি করে গাজায় যুদ্ধবিরতি আবেদন জানান। তিনি বলেন, সেখানে যে পরিস্থিতি চলছে তাতে সেখানে মানবিক কার্যক্রম পরিচালনা সম্পূর্ণ অসম্ভব হয়ে পড়েছে।
ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র প্রস্তাব ভেটো ক্ষমতা প্রয়োগের পক্ষে যুক্তি হিসেবে বলেছে, ‘প্রস্তাবটি ভারসাম্যপূর্ণ নয়। এতে বাস্তবতার প্রতিফলন ঘটেনি।’
গাজা ইস্যুতে এখন পর্যন্ত নিরাপত্তা পরিষদকে অকার্যকর করে রাখার জন্য যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করেছে রাশিয়া। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার দূত দিমিত্রি পোলিয়ানস্কি বলেছেন, ‘এর ফলে গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ও মানবিক বিপর্যয় অব্যাহত রয়েছে। আবারও আমেরিকার কূটনীতি পোড়ামাটি নীতির প্রতি সমর্থন জানাল এবং এ কারণে এই ধ্বংসযজ্ঞ। ওয়াশিংটন ‘সাধারণ বিবেকবোধের’ পরিচয় দিতেও ব্যর্থ হয়েছে।’
গাজা ইস্যুতে নিরাপত্তা পরিষদ আবারও ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত নিকোলাস দে রিভিয়েরে। তিনি বলেন, গাজায় সংঘটিত মানবিক দুর্যোগের বিষয়ে ফ্রান্স অত্যন্ত উদ্বিগ্ন। অন্যদিকে যুদ্ধবিরতির প্রস্তাব ভেটো দেওয়ায় যুক্তরাষ্ট্র ও প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে গাজায় গণহত্যারাত দখলদার বর্ণবাদী ইসরায়েল।
৭ অক্টোবরের পর গাজায় অন্তত ১৭ হাজার ৪৮৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে হামাসের আক্রমনে ইসরায়েলে নিহতে সংশোধনী সংখ্যা জানিয়েছে দেশটি, তাহল ১১৪৭ জন।