গাজায় ইসরায়েলি সামরিক ও যান কমান্ড সেন্টারে প্রতিরোধ যোদ্ধাদের হামলা
ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা শনিবার গাজায় ইসরায়েলের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ করেছে।
ইসলামিক জিহাদ আন্দোলনের সশস্ত্র শাখা আল-কুদস ব্রিগেডেস টেলিগ্রামে দেওয়া এক পোস্টে বলেছে, তারা গাজা সিটির পশ্চিমে দুইটি ইসরায়েলি সামরিক যানে গোলা নিক্ষেপ করেছে। এতে কয়েকজন ইসরায়েলি সেনা আহত হয়েছে।
ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সশস্ত্র শাখা আল-কাসাম ব্রিগেডন ঘোষণা করেছে যে, তারা শত্রুর (ইসরায়েলের) কমান্ড সেন্টারগুলোতে ভারী ক্যালিবারের মর্টারের গোলা নিক্ষেপ করেছে। এ ছাড়া তারা খান ইউনুস শহরের পূর্বাঞ্চলের একটি ইসরায়েলি মারকেভা ট্যাংকের ওপরও ইয়াছিন-১০৫এর গোলার আঘাত হেনেছে।
হামাস যোদ্ধারা খান ইউনুসের উত্তরের দখলদার ইসরায়েলি বাহিনীর ওপর মর্টারের গোলা নিক্ষেপ করেছে। এছাড়া হামাস ইসরায়েলের মাজেন ইহুদীবসতি লক্ষ্যকরে অনেকগুলো রকেট ছুড়েছে।
শুক্রবার সন্ধ্যায় আল-কাসাম ব্রিগেডস ঘোষণা করে যে, তারা গাজা উপত্যাকায় ইসরায়েলের ২১টি সামরিক যান আংশিক বা পুরোপুরি ধ্বংস করেছে।
এক সপ্তাহের মানবিক যুদ্ধবিরতির পর ১ ডিসেম্বর থেকে ফের সর্বাত্মক হামলা শুরু করেছে গাজায়। ৭ অক্টোবর থেকে শুরু ইসরায়েলি হামলায় এ পর্যন্তু অন্তত ১৭ হাজার ৭০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।


