ট্যাংকের গোলা ইসরায়েল কি কাজে ব্যবহার করছে
কংগ্রেসকে এড়িয়ে জরুরী ক্ষমতা ব্যবহার করে ইসরায়েলকে অবিলম্বে ১৪ হাজার ট্যাংকের গোলা পাঠাচ্ছে। এসব গোলা ইসরায়েল কিভাবে ব্যবহার করে তা এখানে তুলে ধরা হল:
রয়টার্সের ভিডিও দেখা গেছে, দুইটি ট্যাংকের গোলার আঘাতে নিহত হয়েছেন সাংবাদিক ইসাম আব্দুল্লাহ। এ সময় আহত হয়েছেন আরও ৬ সাংবাদিক। চলতি সপ্তাহে তদন্ত করে বিষয়টি নিশ্চিত জানা গেছে।
ইসরায়েলি ট্যাংকগুলো গাজার উত্তরাঞ্চলের জাবালিয়ার আল-আওদা হাসপাতাল ঘেরাও করে রেখেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, সেখানে গুলিতে দুই জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন।
গত মাসে ইসরায়েলি ট্যাংক ইন্দোনেশিয়ান হাসপাতাল ঘেরাও করে। সে সময় ট্যাংকের গোলায় হাসপাতালের অভ্যন্তরে অন্তত ১২ জন ফিলিস্তিনি নিহত হন।
ইসরায়েলি ট্যাংকের গোলার খন্ডাংশের আঘাতে গত মাসে মিসরে সীমান্ত রক্ষীসহ অন্তত ৭ জন আহত হয়েছেন।


