ইসরায়েলি বিমান হামলায় গাজায় জাতিসংঘের ১৩৩ কর্মী নিহত

জাতিসংঘের রিলিফ এন্ড ওয়ার্কস সংস্থা (উনরয়া) ইসরায়েলি বিমান হামলা তাদের এ সংখ্যক কর্মী নিহত হওয়ার বিষয় নিশ্চিত করেছে। সংস্থাটি বলেছে, তাদের কর্মীরা হাসপাতালে যাওয়ার সময় তাদের ছেলেমেয়েদেরকে সঙ্গে করে নিয়ে যান। যাতে তারা সেখানে নিরাপদ থাকতে পারেন। অথবা মারা গেলেও একসাথে মারতে পারেন। 

এক্সএ দেওয়া এক রিপোর্টে উনরয়া জানায়, গাজায় অসামরিক লোকজন অসহনীয় পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন। এমন অবস্থার সৃষ্টি হয়েছে যা থেকে ফেরার আর কোন উপায় নেই।

সংস্থাটি আরও জানায়, যে ১৩৩ জন নিহত হয়েছেন তারা একা নয়, সপরিবারে নিহত হয়েছেন।

এক সপ্তাহের মানবিক যুদ্ধবিরতির পর ১ ডিসেম্বর থেকে ফের সর্বাত্মক হামলা শুরু করেছে গাজায়। ৭ অক্টোবর থেকে শুরু ইসরায়েলি হামলায় এ পর্যন্তু অন্তত ১৭ হাজার ৭০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

news