গাজায় মৃতের সংখ্যা ১৮ হাজার ছাড়াল, ২৪ ঘণ্টায় নিহত ৩০০
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলা প্রতিদিনই বাড়ছে। সেই সাথে বাড়ছে হতাহতের সংখ্যাও। ইসরায়েলি হামলায় গাজায আহত হয়েছেন আরও ৫০ হাজার মানুষ। হতহতের ৭০ ভাগেরও বেশি শিশু ও নারী।
গাজার নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার সংঘাত আরও তীব্র করার হুমকি দিয়েছেন।
রোববার ফিলিস্তিনের অবরুদ্ধ এই ভূখণ্ডজুড়ে তীব্র ইসরায়েলি হামলা অব্যাহত ছিল। এছাড়া উত্তর গাজাসহ বিমান হামলায় সমতল হয়ে যাওয়া এলাকাগুলোতে এবং ছয় সপ্তাহেরও বেশি ধরে স্থল অভিযান চালানো এলাকাগুলোতেও হামাস যোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখোমুখি হচ্ছে ইসরায়েলি সেনারা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে আল জাজিরাকে বলেছেন, গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ২৯৭ জন নিহত এবং আরও ৫৫০ জনেরও বেশি আহত হয়েছেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোববারের এই ফোনালাপে গাজায় ইসরায়েলের আগ্রাসনের নিন্দা জানান রুশ এই প্রেসিডেন্ট। তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রীকে বলেছেন, রাশিয়া সন্ত্রাসবাদের নিন্দা জানায়। কিন্তু ইসরায়েলের আগ্রাসনের কারণে ‘গাজায় বেসামরিক মানুষ যে মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে’ সেটি রাশিয়া মেনে নিতে পারে না। এ সময় গত শুক্রবার নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির প্রস্তাবের পক্ষে ভোট দেওয়ায় ইসরায়েরের অসন্তোষের কথাও নেতানিয়াহু পুতিনকে জানান।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন অভিযানের পর সেই দিন থেকেই গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল পুরো গাজাকে ধ্বংসস্তুপে পরিণত করেছে। উপত্যাকাটির ২৩ লাখ মানুষের মধ্যে ১৮ লাখই আজ বাস্তুচ্যূত মানুষে পরিণত হয়ে মহাবিপর্যকর পরিস্থিতির মধ্যে অসহনীয় দুর্ভোগের শিকার হয়েছেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


