হামাসকে নিশ্চিহ্ন করতে পারবে না যুক্তরাষ্ট্র-ইসরায়েল: ইরান


ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন ফিলিস্তিনি ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসকে নির্মূলের লক্ষ্য নিয়ে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ৬৬ দিন ধরে অবিরাম সর্বাত্মক হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক রিপোর্টে বলা হয়েছে, ২ মাস ধরে হামলা চালানোর পরও হামাসকে নির্মূলের ধারে কাছেও যেতে পারেনি ইসরায়েল সেনারা।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান মঙ্গলবার (১২ ডিসেম্বর) একই কথার প্রতিধ্বনি করে বলেছেন, হামাসকে কখনোই নিশ্চিহ্ন করতে পারবে না ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। 

তিনি বলেন, কেবলমাত্র সংঘাতের রাজনৈতিক সমাধানের মাধ্যমে গাজায় আটক বন্দিদের মুক্তি নিশ্চিত করতে পারবে ইসরায়েল। জেনেভায় জাতিসংঘে দেওয়া এক বক্তৃতায় হামাসকে স্বাধীনতাকামী গোষ্ঠী হিসেবে বর্ণনা করে পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান।

জেনেভায় জাতিসংঘে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বক্তৃতার সময় এসব কথা বলেন হোসেইন আমির আবদুল্লাহিয়ান। বৈঠকের পরে ইরানের এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সকল মন্ত্রীই একমত যে, ইসরায়েলের চলমান হামলা এবং তারা যে গণহত্যা করে চলেছে তা অবিলম্বে বন্ধ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘রাফাহ সীমান্ত ক্রসিংটি উন্মুক্ত থাকতে হবে, গাজার প্রতিটি অংশে মানবিক সহায়তা পৌঁছাতে হবে এবং গাজার জনগণের জোরপূর্বক বাস্তুচ্যুতি বন্ধ করতে হবে।’

এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি গত মাসে ইসরায়েলের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক রয়েছে এমন মুসলিম রাষ্ট্রগুলোর কাছে অন্ততপক্ষে ‘সীমিত সময়ের জন্য’ সম্পর্ক ছিন্ন করার আবেদন করেছিলেন। এছাড়া ইসরায়েলের বিরুদ্ধে ইসলামিক তেল ও খাদ্য নিষেধাজ্ঞা আরোপের আহ্বানও জানিয়েছিলেন তিনি।

অবশ্য হামাসকে ইসরায়েল নির্মূল করতে পারবে কিনা তা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করছে। সম্প্রতি প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের রিপোর্ট বলা হয়েছে, ২ মাস ধরে হামলা চালানোর পরও হামাসকে নির্মূলের ধারেকাছে নেই ইসরায়েল। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news