সুড়ঙ্গ প্লাবিত করার পরিণতি ভয়াবহ বিপর্যয়কর হতে পারে : বিশেষজ্ঞ
কাতারের দোহা ইনস্টিটিউট ফর গ্রাজুয়েট এর তামির কামার বলেছেন, গাজায় সুড়ঙ্গে পানি ঢুকানো সেখানকার পরিবেশ ও মিষ্ট পানির ওপর ‘ভয়াবহ বিপর্যয়কর’ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে।
একটি মার্কিন দৈনিক ওয়ালস্ট্রিট জার্নাল জানিয়েছে, ইসরায়েল পাম্পের সাহায্যে গাজায় ভূমধ্যসাগরের পানি দিয়ে গাজার সুড়ঙ্গ প্লাবিত করার কাজ শুরু করেছে।
তিনি আল-জাজিরাকে বলেছেন, ঐতিহাসিকভাবে ইসরায়েলের সৃষ্টির আগে থেকে গাজায় গাজা ভেলি রিভার নামে একটি গুরুত্বপূর্ণ নদী বিরাজ করছে। ইসরায়েল এ নদীর পানির প্রভাব বন্ধ করে দিয়ে গাজাবাসীকে তাদের খাবার পানির বড় উৎস থেকে বঞ্চিত করে রেখেছে।
তামিম বলেন, গাজা একটি ছোট উপত্যাকা যেখানে ২৩ লাখ মানুষ বাস করে। ইসরায়েল তাদেরকে পানি সম্পদ থেকে বঞ্চিত ও প্রতারিত করছে। সেখানকার খাবার পানির অবস্থা খুবই খারাপ এবং লবনাক্ততা একটি বড় সমস্যা হয়ে রয়েছে।
তিনি বলেন, ‘সাগরের পানি দিয়ে সুড়ঙ্গ প্লাবিত করার চিন্তা কতখানি বাস্তবসম্মত তা আমি জানি না। কিন্তু তা যদি সত্যি সত্যি সামনে এগিয়ে নেওয়া হয়, তাহলে তা হবে ফিলিস্তিনিদের জন্য এক ভয়াবহ বিপর্যয়কর ঘটনা।’ সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


