গাজার শুজাইয়ায় হামাসের ‘জটিল রণকৌশলে’ মার খেল ইসরায়েলি সেনারা
ইনস্টিটিউট অব স্ট্রাডি অব ওয়ার(আইএসডব্লিউ) বলেছে, মঙ্গলবার হামাসের যে হামলায় গাজায় ১০ জন ইসরায়েলি সেনা নিহত হয় তা ছিল ‘একটি জটিল, নানভাগে বিভক্ত আক্রমণের’ রণকৌশল। এতে প্রথমে একটি টহল সেনাদলের ওপর আক্রমন চালান হয়। পরে আক্রান্ত সেনাদলের সহায়তায় ছুটে যাওয়া সাড়াদানকারী বাহিনীর (কিউআ্রএফ) সেনাদলের দিকে আক্রমনের গাতি ফেরানো হয়।
ওয়াশিংটন ডিসি ভিত্তিক গবেষণা সংস্থাটি জানায়, শুজাইইয়া হল গাজার উত্তরের একটি এলাকা। সেখানকার একটি তিনটি ভবন কমপ্লে্েক্স প্রবেশ করে ইসরায়েলি টহল সেনাদল। এসময় তাদের ওপর আক্রমণ করে হামাস যোদ্ধার্।া তাদের সহায়তা ও উদ্ধারের জন্য ছুটে আসেন ইসরায়েলের কিউআরএফ সেনাদল। তখন হামাস যোদ্ধারা ছুটে আসা দলটির ওপর আক্রমন নিবন্ধ করে।
আইএসডব্লিউর রিপোর্টে বলা হয়, হামাস যুদ্ধারা নিজেদের তৈরি বিস্ফোরকের বিস্ফোরণ ঘটিয়ে এবং গ্রেনেড নিক্ষেপ করে কিআরএফ সেনাদের ওপর আক্রমন চালায়। ইসরায়েল নিহত সেনাদের মরদেহ উদ্ধার করেছে। টহল দলের ৫ সেনা নিহত হয়। উদ্ধার অভিযানে নিহত হয় আরও ৫ জন। তাদের মধ্যে একজন গোলানি ব্রিগেডের ফরয়োর্ড কমান্ড টিমের প্রধান, একজন ব্যািেলয়ন কমান্ডার এবং অন্য তিনজন কোম্পানি কমান্ডার।
আইএসডব্লিউ আরও জানায়, ইসরায়েলি সামরিক বাহিনী দাবী করেছে যে, তারা হামাসের শুজাইয়া ব্যাটেলিয়নকে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং হামাস তার কমান্ড ও কন্ট্রোল ক্ষমতা হারিয়ে ফেলেছে।
তবে গবেষণা প্রতিষ্ঠানটি জানায়, জটিল, নানভাগে বিভক্ত আক্রমন ধাঁচের হামাসের এই অভিযানের জন্য দরকার ছিল তাদের নানা কৌশলগত ইউনিটের মধ্যে গভীর সমন্বয়। এতে মনে হচ্ছে যে, হামাসের শুজাইয়া ব্যাটেলিয়নের অঞ্চলটি রক্ষা ও যুদ্ধ করার কিছুটা ক্ষমতা এখনো অটুট রয়েছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


