গণতন্ত্রকামীদের ধরিয়ে দিতে ১ মিলিয়ন ডলার পুরষ্কার দেবে হংকং

শুক্রবার হংকং পুলিশ এক বিবৃতিতে এদের নাম ঘোষণা করেন, যার মধ্যে অন্যতম ২০১৯ সালে চীনে নির্যাতিত হংকংয়ের ব্রিটিশ কনস্যুলেট কর্মকর্তা সাইমন চেং। আরও রয়েছে ফ্রান্সেস হুই, জোই সিউ, জনি ফক এবং টনি চোই। 

বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, এদের সকলের বিরুদ্ধে কঠোর জাতীয় নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। ‘বিচ্ছিন্নতা উসকে দেওয়া’ ও ‘বিদেশী শক্তির সাথে যোগসাজশ’ সহ বিভিন্ন অপরাধের অভিযোগও করা হয়েছে।

হংকং পুলিশ এই পাঁচজন গণতন্ত্রপন্থী কর্মীকে গ্রেপ্তারের তথ্য পাওয়ার জন্য এক মিলিয়ন হংকং ডলার (১ লাখ ২৮ হাজার মার্কিন ডলার) ঘোষণা করে।

দেশটির ন্যাশনাল সিকিউরিটি ডিপার্টমেন্টের চিফ সুপারিনটেনডেন্ট লি কোয়া-ওয়াহ এক সংবাদ সম্মেলনে বলেন, ‘তারা দেশকে বিক্রি করে দিয়েছে এবং হংকংবাসীদের স্বার্থকে উপেক্ষা করেছে। জাতীয় নিরাপত্তা বিভাগ তাদের শেষ পর্যন্ত অনুসরণ করবে।’ 

ইতোমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন এই পদক্ষেপের নিন্দা করেছে। উল্লেখ্য এই উভয় দেশেই হংকংয়ের বেশ কয়েকজন গণতন্ত্রকর্মী বসবাস করছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news