গাজায় লোকদের জীবন্ত কবর দিচ্ছে ইসরায়েলি সেনারা, তদন্ত দাবি
গাজায় ইসরায়েলি হামলার ৭০তম দিন চলছে। এতে নিহত হয়েছে অন্তত ১৮ হাজার ৮০০ ফিলিস্তিনি। আহত হয়েছেন ৫১ হাজারেরও বেশি। এ ছাড়া ৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি বিধ্বস্ত ভবনগুলোর ধ্বংসস্তুপের নীচে চাপা পড়ে আছেন
খবরে বলা হয়েছে, গাজার উত্তরাঞ্চলের কামাল আদওয়ান হাসপাতালের আঙ্গিনায় অসামরিক ফিলিস্তিনিদের জীবন্ত কবর দিচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। এখবর ও ঘটনা তদন্তু করার দাবি জানিয়েছেন ফিলিস্তিনীরা।
ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী ডা. মাই আল-কাইলা বলেছেন, সাধারণ মানুষ ও ডাক্তারদের দেওয়া তথ্য ও সাক্ষ্যপ্রমাণ থেকে জানা গেছে যে, দখলদার সেনারা কামাল আদওয়ান হাসপাতাল চত্তরে লোকদের কবর দিচ্ছে, তাদের অনেককে জীবন্ত কবর দেওয়া হয়েছে। হাসপাতালটি সেনারা ঘোরাও করে রেখেছে।
আল-কাইলা বলেন, বিশ্বকে এ ঘটনা উন্মোচন করতে জরুরী ভিত্তিতে ব্যবস্থা নিতে হবে। অবরুদ্ধ গাজা থেকে যেসব খবর আসছে সে ব্যাপারে চুপ থাকা যাবে না। তিনি এ ঘটনার আন্তর্জাতিক তদন্ত দাবি করেছেন।
আল-কাইলা বলেন, দখলদার সেনারা প্রচন্ড শীতের মধ্যে রোগীদেরকে হাসপাতাল থেকে খোলা চত্তরে বের করে দিচ্ছে এবং ডাক্তার ও নার্সদের ওপর হামলা করছে। এতে আহত ও রোগীদের জীবনে মারাত্মক ঝুঁকির সৃষ্টি হয়েছে।
ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ও অবিলম্বে এই ঘটনার প্রাথমিক খবরের তদন্ত দাবি করেছে। এতে কামাল আদওয়ান হাসপাতাল চত্ত্বরে দখলদার বাহিনীর সংঘটিত ঘৃণ্য ও ভয়াবহ অবরাধের বিষয় প্রকাশ পেয়েছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


