নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে বৈঠক টানা দ্বিতীয়বার বিলম্বিত
গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তোলা একটি প্রস্তাবের ওপর মঙ্গলবার ভোট হওয়ার কথা ছিল। এই প্রস্তাবে যেন যুক্তরাষ্ট্র ভেটো না দেয়, সে জন্য চলছে দেনদরবার। তাই ভোটাভুটি একদিন পেছানো হয়। নিরাপত্তা পরিষদে আনা এর আগের প্রস্তাবটিতে যুক্তরাষ্ট্র ভেটো দেওয়ার কারণে পাস হতে পারেনি।
প্রস্তাবে ‘গাজায় অবাধে মানবিক সহায়তা প্রবেশের সুযোগ করে দিতে জরুরি ভিত্তিতে স্থায়ীভাবে সংঘাত বন্ধের’ আহ্বান জানানো হয়েছে। তবে কূটনৈতিক সূত্রগুলো বলছে, ওই প্রস্তাবের ভাষায় কাটছাঁট করে নতুন করে ‘জরুরি ভিত্তিতে সংঘাত বন্ধের’ আহ্বান জানানোর কথা হচ্ছে। যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট করতে ভাষায় আরও বদল আনা হতে পারে।
যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও গাজায় ভয়াবহ হামলা ও গণহত্যা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার উত্তর গাজার জাবালিয়া শরণার্থীশিবির এলাকায় এক হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। একটি ভিডিওতে সেখানে সড়কে মরদেহ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে। ঘটনাস্থল থেকে আল-জাজিরার সাংবাদিক আনাস আল-শরিফ বলেন, হতাহত ব্যক্তিরা মাটিতে পড়ে আছেন। অনেকে নিহত হয়েছেন। কারও কারও দেহ ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে।
এ ছাড়া গত সোমবার রাতে দক্ষিণ গাজার রাফাহ এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলায় ২৯ জন নিহত হয়েছেন। একটি আবাসিক ভবনে এ হামলা চালানো হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ১৯ হাজার ৬৬৭ দাঁড়িয়েছে। আহত হয়েছেন সাড়ে ৫২ হাজার ফিলিস্তিনি।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


