অসামরিক ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরায়েল, তদন্ত করুন: হামাস
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের অসামরিক লোকজনকে হত্যার ঘটনার আন্তর্জাতিক তদন্ত করার দাবি জানিয়েছে। হামাস বলেছে, ইসরায়েল গাজার পূর্বাঞ্চলে বড় গর্ত খনন করেছে এবং হত্যার আগেই অসংখ্য লোককে সেই গর্তে নিক্ষেপ করে মাটি চাপা দিয়েছে।
হামাস বলেছে, ইসরায়েলের সেনাবাহিনী যুদ্ধবিক্ষত গাজায় লোকজনকে পাইকারীভাবে হত্যা করছে। হামাসের এসব অভিযোগের সরাাসরি কোন জবাব দেয়নি। তবে বলেছে, তারা আন্তর্জাতিক আইন মেনেই সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে।
হামাস এক বিবৃতিতে বলেছে, গাজায় ইসরায়েলি সেনারা যে এভাবে লোকজনের মৃত্যু কার্যকর করছে তার অনেক তথ্যপ্রমাণ তারা সংগ্রহ করেছে। সেনারা স্থল হামলা শুরুর পর এভাবে উত্তর গাজায় ১৩৭ জন ফিলিস্তিনির মুত্যুদন্ড কার্যকর করেছে।
এর আগে শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, চলতি সপ্তাহে উত্তর গাজার জাবালিয়া শহরে হামলার সময় ইসরায়েলি সেনারা বহু ফিলিস্তিনিকে হত্যা করেছে। তারা প্রকাশ্যে তাদের ‘মৃত্যুদন্ড’ কার্যকর করেছে।
একটি মানবাধিকার গ্রুপ জানায়, ৭ অক্টোবর থেকে ইসরায়েলি সেনাবাহিনী বহু বৃদ্ধ লোককে সরাসরি গুলি কর হত্যা করেছে। জেনেভা ভিত্তিক মানবাধিকার সংস্থা ইউরো-মেড হিউম্যান রাইটস মনিটর বলেছে, গাজায় এ পর্যন্তু ১০৪৯ জন বৃদ্ধ নারী ও পুরুষ নিহত হয়েছেন। তারা হলেন গাজার মোট এক লাখ ৭ হাজার বয়স্ক মানুষের এক শতাংশ।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


