গাজায় বোমায় জাতিসংঘ কর্মীর পরিবারের ৭৬ জন নিহত
গাজায় একটি বাড়িতে ইসরায়েলি বাহিনী বোমা হামলায় প্রাণ হারায় অনেক মানুষ। নিহতদের মধ্যে এমন ৭৬ জন রয়েছেন, যাঁরা একই পরিবারের সদস্য। আনন্দবাজার জানায়, গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের অন্যতম মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, শনিবার এই বাড়িটিতে বোমা পড়ে। গত ১২ সপ্তাহের যুদ্ধে গাজায় এত বড় মাপের হামলার নজির কার্যত নেই।
মাহমুদ জানিয়েছেন, যে ৭৬ জন মারা গিয়েছেন, তাঁরা জাতিসংঘের উন্নয়ন প্রকল্পের কর্মী ইসাম আল-মুঘ্রাবির পরিবারের লোক। ইসাম নিজেও নিহত হয়েছেন ওই হামলায়। আল-মুঘ্রাবি পরিবারের কর্তাস্থানীয় ১৬ জন মারা গিয়েছেন এই হামলায়। শিশুরা এবং অনেক মহিলাও রয়েছেন নিহতদের মধ্যে। জাতিসংঘের সংস্থাটির প্রধান আখিম স্টেইনার বলেন, ‘ইসাম ও তাঁর পরিবারকে এই ভাবে হারাতে হওয়াটা আমাদের কাছে বিরাট বড় ক্ষতি। জাতিসংঘ এবং সাধারণ মানুষকে এ ভাবে নিশানা করা যায় না। যুদ্ধ শেষ হওয়াটা জরুরি।’সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


