জানা গেলো প্রিগোজিনের হত্যাকারীর নাম?
শুক্রবার দা ওয়াল স্ট্রিট জার্নালের একটি অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, ওয়াগনার প্রাইভেট সেনাবাহিনী প্রধানের মৃত্যুর কারণ বিমান দূর্ঘটনা হলেও, এটি ছিলো পূর্ব নির্ধারিত।
এই হত্যাকাণ্ডের পেছনে পুতিনের নিরাপত্তা সহযোগী নিকোলাই পাত্রুশেভ সত্যিই জড়িত কিনা তা না জানা গেলেও, রুশ প্রেসিডেন্ট সেসময় এই দূর্ঘটনার জন্য ওয়াগনার গ্রুপ ও প্রিগোজিনের কোকেইন আসক্তিকে দায়ী করেন, এবং রুশ তদন্ত প্রতিবেদন অনুযায়ী নিহতদের দেহাবশেষ থেকে হ্যান্ড গ্রেনেডের টুকরো পাওয়া যায়।
তবে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, ধ্বংসপ্রাপ্ত বিমানটির পাখায় ছোট একটি বিস্ফোরক লাগানো হয়েছিল পাত্রুশেভের নির্দেশে। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর মতে, জুনে প্রিগোজিনের ব্যর্থ বিদ্রোহের পর পাত্রুশেভের তৈরি এই হত্যা নীলনকশার অনুমোদন দেন পুতিন।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনটিকে ‘পাল্প ফিকশন’ বা চাঞ্চল্যকর গল্প বলে উড়িয়ে দিয়েছে ক্রেমলিন। প্রেসিডেন্টের মুখপাত্র ডিমিট্রি পেসকভ বলেন, 'আমরা প্রতিবেদনটি দেখেছি, তবে এটি নিয়ে মন্তব্য করতে চাই না’।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


