২৩০ বিমান ও ২০ জাহাজ বোঝাই মার্কিন অস্ত্র পেয়েছে ইসরায়েল

গত ৭ অক্টোবর ইসরায়েল গাজায় হামলা শুরু করে। মঙ্গলবার (২৬ অক্টোবর) হল এ হামলার ৮১তম দিন। সেই থেকে ইসরায়েলের মূল মদদদাতা যুক্তরাষ্ট্রের সরবরাহ করা এসব অস্ত্রশস্ত্রের মধ্যে রয়েছে কামানের গোলা, সাঁজোয়াযান, সেনাদের জন্য মৌলিক যুদ্ধ অস্ত্র। একটি ইসরায়েলি গণমাধ্যমের এ তথ্য জানায়। 

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির দৈনিক ইয়েদিয়োত আহরোনোত জানায়, গাজায় চলমান যুদ্ধে ইসরায়েলের ব্যয় হয়েছে ৬৫০০ কোটি শেকেল বা ১৭০০ কোটি মার্কিন ডলার পত্রিকাটি জানায়, যুদ্ধের শুরুতে সেনাবহিনী তার ভান্ডারে থাকা সব অস্ত্র ও গোলাবারূদ ব্যবহার করে ফেলে। তবে হিজবুল্লাহর সঙ্গে সম্ভাব্য হামলার প্রস্ততি হিসেবে সেসব খালি গুদামগুলো অস্ত্রশস্ত্রে পূর্ণ করে রেখেছে।


সামরিক সূত্র জানায়, গাজা যুদ্ধে ইসরায়েল ৪৮৯ জন সেনা হারিয়েছে। এ সময়ে  ইসরায়েলি হামলায় এ পর্যন্তু ২০৬৭৪ জন ফিলিস্তিনি নিহত এবং ৫৪৬৩৬ জন আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানায়।

৭ অক্টোবর ইসরায়েলে হামাসের নজীরবিহীন আক্রমনে ১১৪৭ ইসরায়েলি নিহত এবং  ২৫০ জন জিম্মি হিসাবে আটক হয়। সেই থেকে চলমান হামলায় গাজার অর্ধেক বাসভবন গুড়িয়ে দিয়েছে ইসরায়েল এবং সেখানকার ২৩ লাখ মানুষের মধ্যে ২০ লাখই বাস্তুচ্যূত হয়েছেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news