হামাসের প্রচন্ড প্রতিরোধে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার কথা বলছে ইসরায়েল

গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলা মোকাবেলায় অদম্য শক্তি ও রণকৌশলের পরিচয় দিয়েছে হামাস। যুদ্ধবিশ্লেষকরা বলছেন, আড়াই মাসেরও বেশি সময় ধরে যুদ্ধে ক্ষয়ক্ষতির পরও হামাস যুদ্ধ চালিয়ে যাওয়ার দৃঢ় সক্ষমতা এখনও বজায় রেখেছে। দুই জন সামরিক বিশেষজ্ঞ এ মন্তব্য করেছেন। 

হামাসের এ সক্ষমতা ও রণকৌশলের জন্য ইসরায়েলের কর্মকর্তারা বলতে বাধ্য হ্েচ্ছন যে, যুদ্ধ দীর্ঘায়িত হবে। হামাসকে ধ্বংস করতে তাদের অনেক সময়ের দরকার হবে। যুক্তরাষ্ট্র ভিত্তিক থিংকট্যাংক ইনস্টিটিউট ফর স্ট্যাডি অব ওয়ার(আইএসডব্লিউ) এবং ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্ট(সিটিপি) তাদের সর্বশেষ রিপোর্টে এসব কথা জানান।

হামাস ২৬ ডিসেম্বর থেকে স্থানীয়ভাবে তৈরি বিস্ফোরক বোমা {আইইডি) গাজা উপত্যকার উত্তরে এবং পশ্চিমের বেইত হানুনে দখলদার ইসরায়েলি স্থল বাহিনীর বিরুদ্ধে প্রচন্ড লড়াই চালিয়ে যাচ্ছে। ইসরায়েল হামাসকে হটিয়ে এ এলাকাগুলো দখলে নেওয়ার চেষ্টা করছে।

তারা জানায়, হামাস ও ফিলিস্তিনি ইসলামি জিহাদ আন্দোলনের(পিআইজে) প্রতিরোধ যোদ্ধারা জাবালিয়া শহরে অবস্থান করে উন্নত ধরণের থার্মোবারিক রকেট ব্যবহার করে জটিল আক্রমণ চালাচ্ছে দখলদার উন্নত অস্ত্রসজ্জিত দুশমনের ওপর।

যুদ্ধ পর্যবেক্ষকরা বলেছেন, ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা গাজা উপত্যকার দক্ষিণেও ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে প্রচন্ড যুদ্ধে লিপ্ত রয়েছেন। সেখানে ২৫ ও ২৬ ডিসেম্বরের যুদ্ধে তারা এসব অস্ত্রের সঙ্গে মর্টার ও রকেট ব্যবহার করছেন।

লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা ২৫ ও ২৬ ডিসেম্বরে ইসরায়েলের উত্তর সীমান্তের কাছে বিভিন্ন লক্ষ্যবস্তুর ওপর ১৯ দফা হামলা চালান।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news