হামাসের বিরুদ্ধে যুদ্ধে আমরা হেরে গেছি: সাবেক ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী প্রধান
ইসরয়েলি প্রতিরক্ষা বাহিনীর(আইডিএফ) সাবেক প্রধান ড্যান হ্যালুটজ এই মন্তব্য করে হামাসের সঙ্গে এই পরাজয়ের জন্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে অভিযুক্ত করেছেন।
ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান জানায়, হ্যালুটজ বলেন, এখন প্রধানমন্ত্রী নেতানিয়াহু পদত্যাগ করলেই বিজয় অর্জিত হতে পারে।
আল জাজিরা জানায়, সম্প্রতি দেশটির তৃতীয় বৃহত্তম শহর হাইফাতে সরকার বিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে এক আলোচনার সময় তিনি এমন কথা বলেন।
সাবেক আইডিএফ প্রধান ড্যান হ্যালুটজের বক্তব্যটি ইসরাইলি টেলিভিশন চ্যানেল ১৪ এ প্রচারিত হয়েছে।
তবে এখনও ইসরায়েলি সরকারের পক্ষ থেকে ড্যান হ্যালুটজের বক্তব্যের কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে অনেক ইসরায়েলি নাগরিক তার এই বক্তব্যকে স্বাগত জানিয়েছেন।
সম্প্রতি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাস নির্মূলের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত গাজায় অভিযান চলবে।
নেতানিয়াহুর এমন বক্তব্যকে সমর্থন করে ইসরায়েলি বাহিনীর প্রধান হারজি হালেভি বলেছেন, গাজায় যুদ্ধ আরও অনেক মাস চলবে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


