হিটলার ও নেতানিয়াহুর মধ্যে কোনো পার্থক্য নেই: এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং অ্যাডলফ হিটলারের মধ্যে কোনো পার্থক্য নেই। সেই সঙ্গে গাজায় ইসরায়েলি হামলাকে ইহুদিদের প্রতি নাৎসিদের আচরণের সঙ্গেও তুলনা করেছেন তিনি।

এরদোগান বলেন, ইসরায়েলের গাজা হামলায় সমর্থনকারী পশ্চিমা দেশগুলোও যুদ্ধাপরাধ করছে। তারা হিটলারকে নিয়ে খারাপ কথা বলত। হিটলারের সঙ্গে আপনাদের পার্থক্য কী? এই নেতানিয়াহু কি হিটলারের চেয়ে কম করছেন? না কম করেননি।

তুর্কী প্রেসিডেন্ট বলেন, ‘তিনি (বেনিয়ামিন নেতানিয়াহু) হিটলারের চেয়েও ধনী, তিনি পশ্চিমাদের কাছ থেকে সমর্থন পান। সব ধরনের সহায়তা আসছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। আর এই ধরনের সহায়তা দিয়ে তারা কী করছে? তারা ২১ হাজারের বেশি গাজাবাসীকে হত্যা করেছে।’

ইসরায়েল-ফিলিস্তিন সংকটে দ্বি-রাষ্ট্র সমাধানের প্রতি সমর্থন রয়েছে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য তুরস্কের। গত ৭ অক্টোবর গাজায় শুরু হওয়া ইসরায়েলের বিমান ও স্থল হামলার সমালোচনা করছে তুরস্ক ।

এরদোগানের এ বক্তব্যের জবাবে ক্ষুব্ধ নেতানিয়াহু এক্সে (সাবেক টুইটার) এক বার্তায়  বলেছেন, ‘এরদোয়ান কুর্দিদের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছেন। সরকারের বিরোধিতাকারী সাংবাদিকদের কারারুদ্ধ করার বিশ্ব রেকর্ড করেছেন । সেই তিনিই আমাদেরকে এখন নৈতিকতার সবক দিচ্ছেন।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরায়েলের উত্তরাঞ্চলে অতর্কিত বড় ধরণের অভিযান চালায় হামাস যোদ্ধারা। তারপর ওইদিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী। ইসরায়েলি বাহিনীর টানা হামলায় গাজা কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। নিহত হয়েছেন ২১ হাজার ১০০ ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও ৫৫ হাজার। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news