ফিলিস্তিনিদেরকে তাড়ানোর কোন পদক্ষেপ মানবো না: সিসি-আব্দুল্লাহ
মিসর ও জর্ডান ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, নৃশংস হামলা চালিয়ে ফিলিস্তিনিদেরকে নিজ জন্মভূমি গাজা থেকে তাড়িয়ে দেওয়ার কোনো পদক্ষেপই তারা মেনে নে্ব না।
গাজার ফিলিস্তিনিদের মিসরের সিনাই অঞ্চলে পাঠিয়ে দেওয়ার দাবি জানিয়ে আসছেন ইসরায়েলের কয়েকজন রাজনীতিক। এরই অংশ হিসেবে ইসরায়েলি বাহিনী মধ্য ও দক্ষিণ গাজায় ইসরায়েল হামলার তীব্রতা বাড়িয়েছে বলে মনে করা হচ্ছে। বর্তমানে এই দুই এলাকায় আশ্রয় নিয়েছেন গাজার উত্তরাঞ্চল থেকে পালিয়ে আসা বাসিন্দারা।
গাজার বাসিন্দাদের তাড়িয়ে দেওয়ার আশঙ্কার বিষয়ে নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের (এনআরসি) মধ্যপ্রাচ্যবিষয়ক উপদেষ্টা আহমেদ বায়রাম বলেন, ইসরায়েল ইতিমধ্যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছে বলে মনে করা হচ্ছে। তিনি বলেন, যদি এমনটা হয়, সেটি হবে যুদ্ধাপরাধ বা মানবতাবিরোধী অপরাধ।
ফিলিস্তিনিদের তাড়িয়ে দেওয়ার কোনো পদক্ষেপ মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ও জর্ডানের বাদশাহ আবদুল্লাহ। মিসরের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এসব কথা বলা হয়েছে। গাজা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বুধবার মিসরে যান বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ।
রাজধানী কায়রোয় দুই নেতার বৈঠক শেষে এক বিবৃতিতে বলা হয়, অবিলম্বে যুদ্ধবিরতিতে রাজি করাতে ইসরায়েলের ওপর চাপ বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন দুই নেতা।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


