ফিলিস্তিনিদের ওপর চলমান ঐতিহাসিক জুলুমের অবসান ঘটাও: রাশিয়া

রাশিয়া বলেছে, মধ্যপ্রাচ্যে মার্কিন নীতির দীর্ঘদিনের ব্যর্থতার ফল হিসেবে অঞ্চলটিতে বর্তমান সংঘাতের সৃস্টি হয়েছে। এ সংকট নিরসনে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়েছে মস্কো।

গাজায় ইসরায়েলি হামলায় এরই মধ্যে হত্যা করা হয়েছে উপত্যকাটির ২১ হাজার ১০০ মানুষকে। আহত হয়েছেন ৫৫ হাজার ২৪৩ জন। নিহতদের মধ্যে ৮৮০০ শিশু ও ৬৩০০ নারী।

বার্তা সংস্থা তাসের সঙ্গে এক সাক্ষাৎকারে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গৈই ল্যাভরভ মধ্যপ্রাচ্য সংঘাতের অবসান ঘটান এবং সন্ত্রাসী হামলা এবং ‘সম্মিলিত শাস্তিদান’ উভয়ের নিন্দা জানিয়ে বলেন, এটি গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, সহিংসতার অশুভ চক্র ভেঙ্গে ফেলতে হবে এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে ফিলিস্তিনিদের ওপর যে জুলুম-নির্যাতন চালানো হচ্ছে তার অবসান ঘটাতে হবে। আর এভাবেই কেবল চলমান সংঘাত কবলিত অঞ্চলগুলোতে এবং সামগ্রিকভাবে মধ্যপ্রাচ্যজুড়ে স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

বৃহস্পতিবার(২৮ অক্টোবর) ল্যাভরভের সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news