ইসরায়েলে দারিদ্র্যের হার উন্নত বিশ্বে সর্বোচ্চ

 ইসরায়েলের ন্যাশনাল ইন্স্যুরেন্স ইনস্টিটিউট রিপোর্ট বলছে গত বছর দেশটিতে দারিদ্র্য বৃদ্ধি পেয়েছে এবং ইসরায়েলি পরিবারের এক তৃতীয়াংশ খাদ্য নিরাপত্তাহীনতায় বাস করছে। এ দারিদ্র হার আরব দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। 

দারিদ্র্য ও অসমতার উপর ইসরায়েলের জাতীয় বীমা ইনস্টিটিউটের বার্ষিক প্রতিবেদন বলছে ৩০.৯ শতাংশ ইসরায়েলি পরিবার গত বছরে অর্থনৈতিক মন্দায় খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছিল। গত বছর দারিদ্রের হার ১৩.১ শতাংশ থেকে এবছর তা বৃদ্ধি পেয়েছে ১৩.৮ শতাংশে। একইভাবে, একজন মজুরি উপার্জনকারীর নির্ভরশীল পরিবারের মধ্যে দারিদ্র্য গত বছর যেখানে ছিল ১৪.৪% তা এবছর বেড়েছে ১৪.২৩%। 

দেশটির সরকারি পরিসংখ্যান বলছে ৮ লাভ ৭০ হাজার শিশু দারিদ্র্যের মধ্যে বাস করে। প্রায় দেড় লাখ অবসরপ্রাপ্ত ব্যক্তি দারিদ্র্যসীমার নিচে বাস করছে বলে ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টার কেএএন জানিয়েছে।

শিশু দারিদ্র্যের হারও গত বছর ২৮% থেকে বেড়ে এবছর ২৮.২% হয়েছে, তবে বয়স্কদের মধ্যে এটি গত বছর ১৫% থেকে এবছর ১২.৭% এ নেমে এসেছে।

দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো (সিবিএস) অনুসারে, ২০২২ সালের শেষ নাগাদ ইসরায়েলের জনসংখ্যা ৯.৭ মিলিয়নে পৌঁছেছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news