মিসরীয়রা তাদের সীমান্ত নিয়ন্ত্রণ ইসরায়েলের কাছে ছেড়ে দেবে না: বিশ্লেষণ
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করছেন যে, গাজা-মিসর সীমান্তের ফিলাডেলফিয়া করিডোরটি অবশ্যই ইসরায়েলের নিয়ন্ত্রণে ন্যস্ত করতে হবে। তবে মিসরীয়রা ইসরায়েলিদের কাছে অঞ্চলটির নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার বিষয়টি মেনে নেবেন বলে মনে হয় না।
বৈরুতের আমেরিকান ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক পরিচালক রামি খাওরি এমন মন্তব্য করেছেন। তিনি আল-জাজিরাকে বলেছেন, ১৯৮৯ সালের ক্যাম্প ডেভিড শান্তি চুক্তির আওতায় করিডোরটির টহল ও পাহারার দায়িত্ব মিসরের।
খাওরি আরও বলেন, এই করিডোরের মাটির নীচ দিয়ে নির্মিত সুড়ঙ্গগুলো হলো বহির্বিশ্বের সঙ্গে ফিলিস্তিনের যোগাযোগের একমাত্র পথ।
তিনি বলেন, নেতানিয়াহুর বহু পরিকল্পনার একটি হল এ সীমান্ত নিয়ন্ত্রণ করা। তিনি বিভিন্ন সময় নানাজনের কাছে অব্যাহতভাবে নানা প্রস্তাব ও পরিকল্পনা তুলে ধরার চেষ্টা করছেন। বোস্টন থেকে খাওরি আল-জাজিরাকে বলেন, ‘তবে আমি মনে করি, মিসরের জনগণ আরও আরব ভূখন্ড ইসরায়েলের নিয়ন্ত্রণে ছেড়ে দিতে রাজি হবেন না।’
খাওরি বলেন, ‘আমরা চাই তারা আরব ভুখন্ড থেকে সরে যাক এবং রাজনৈতিক আলোচনা শুরু করুক। যাতে ফিলিস্তিনি ও মিসরীয়রা শান্তির আলোচনা তা স্থাপন করার পূর্ণ সুযোগ পান। যেমনটি মিসরীয় ও ইসরয়েলিরা ১৯৮৯ সালে করেছিলেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


