গাজায় যুদ্ধ বন্ধ ও নির্বাচনের দাবিতে তেল আবিবে বিশাল বিক্ষোভ
গাজায় যুদ্ধ বন্ধ করে হলেও অবিলম্বে হামাসের হাতে আটত ইসরাইলি জিম্মিদের মুক্ত করার দাবিতে ইসরায়েলের রাজধানী তেল আবিবে গাজা যুদ্ধের মধ্যে বৃহত্তম বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে শনিবার রাতে। বিক্ষোভকারীরা এবার নতুন দাবি তুলে বলেছেন, নেতানিয়াহু সরকারকে পদত্যাগ করতে হবে এবং এই মুহূর্তে নির্বাচন দিতে হবে।
এই বিক্ষোভ থেকে ‘এই মুহূর্তে নির্বাচন দাও’ স্লোগান দেওয়া হয়। তেল আবিবের হাবিমা স্কয়ারে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে ইসরাইলি বিক্ষোভকারীদের হাতে নেতানিয়াহু সরকার বিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। একটি প্ল্যাকার্ডে নেতানিয়াহুকে উদ্দেশ করে লেখা ছিল: ‘তুমি আমাদের জন্য মৃত্যু বয়ে এনেছো এবং বলছ যে, এটাই জীবন’।
তেল আবিবে বিক্ষোভে অংশগ্রহণকারী আরেক বিক্ষোভকারী তার প্ল্যাকার্ডে নেতানিয়াহু সম্পর্কে লিখেছেন: ‘দেশদ্রোহী, চোর, দুর্নীতিবাজ। তাকে জেলে পুরতে হবে।’ গাজায় ইসরাইলি আগ্রাসনের তীব্র বিরোধিতা করে আরেকটি ব্যানারে লেখা ছিল: ‘মায়েদের কান্না: আমাদের সেনাদেরকে এখনই গাজা থেকে ফিরিয়ে আনো।’
এর আগে শনিবার বিকেলে নেতানিয়াহু এক সংবাদ ব্রিফিংয়ে দাবি করেন, হামাসের হাতে থাকা অবশিষ্ট ইসরাইলি বন্দিদের মুক্তির কিছু ‘তৎপরতা’ চলছে। তবে তিনি এ ব্যাপারে ‘অতিরিক্ত আশাবাদী’ না হতে ইসরাইলি জনগণের প্রতি আহ্বান জানান। ইহুদিবাদী যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বলেন, “হামাস সব ধরনের আল্টিমেটাম দিয়েছে কিন্তু আমরা তার কোনোটি গ্রহণ করিনি।” যেকোনো ধরনের টেকসই চুক্তি করা সম্ভব হলে তা করা হবে বলেও তিনি ইসরাইলি জনগণকে প্রতিশ্রুতি দেন।
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস এক দফা দাবি জানিয়ে বলেছে, আগ্রাসন বন্ধ করে গাজা থেকে সব দখলদার সেনাকে প্রত্যাহার করে নেওয়ার পরই কেবল বন্দি মুক্তির আলোচনা শুরু হবে, তার আগে নয়।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


