গাজায় প্রচন্ড লড়াই: আরও ২০ সামরিক যান ধ্বংস, ২ সেনা কর্মকর্তা নিহত
পপুলার ফ্রন্ট ফর লিবারেশন প্যালেস্টাইন(পিএফএলপি) এর একজন মুখপাত্র বলেছেন, তাদের হাতে জিম্মি হিসেবে আটক একজন ইসরায়েলি সেনা কর্মকর্তাকে উদ্ধারের জন্য ইসরায়েলি বাহিনীর একটি হামলা তারা ব্যর্থ করে দিয়েছেন।
এছাড়া গাজার লড়াইয়ে হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডের প্রতিরোধ যোদ্ধারা শনিবার দখলদার ইসরায়েলি বাহিনীর আরও ২১টিরও বেশি সামরিক যান ধ্বংস ও ২ সেনা কর্মকর্তাকে হত্যা করেছেন। এসব সামরিক যানের মধ্যে ছিল মার্কেভা ট্যাংক, সাজোয়াযান(এপিসি) ও হামভি। গাজায় উপত্যকায় ইসরায়েলি বর্বর আগ্রাসনে ৮৫তম দিনে প্রচন্ড যুদ্ধ সংঘটিত হয়। বিভিন্ন গ্রুপের যোদ্ধারা সমগ্র গাজা উপত্যাকায় দখলদার দুশমনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যান। ইসরায়েল যুদ্ধে তাদের ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছেন।
[গাজার মধ্যে ও দক্ষিণাঞ্চলে নিহত দুই সেনা কর্মকর্তার একজন মাস্টার সার্জেন্ট ছিলেন। অন্যজন গোলানি ব্রিগেডএর ৭০৮৬ ব্যাটেলিয়নের কম্বাট ইঞ্জিনিয়ারিং কোরে কর্মরত ক্যাপ্টেন ছিলেন। গোলানি কম্বাট কোরের আরেক জন ইঞ্জিনিয়ার আহত হয়েছেন। এসব যুদ্ধে কাসাম যোদ্ধারা নতুন অস্ত্র ব্যবহার করেছে বলে জানিয়েছেন।
সম্প্রতি ইসরায়েলি বাহিনী দক্ষিণ গাজার আল-বুরেইজ শরণার্থী শিবিরে তাদের হামলা সম্প্রসারিত করেছে। সেখানে তারা বিপুল ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে। সেখানে একজন রিজার্ভ সেনাও আহত হয়েছে।
প্রতিরোধ যোদ্ধারা গাজার উপকূলের কাছে শেখ আজালিন অক্ষ এলাকায় দখলদার বাহিনীর ওপরও হামলা করেছে প্রতিরোধ যোদ্ধারা। উপকূলীয় এলাকাটি গাজা সিটির দক্ষিণ পশ্চিমে অবস্থিত। সেখানে কয়েক দফা হামলার মাধ্যমে প্রতিরোধ যোদ্ধারা দেখিয়ে দিয়েছেন যে, তারা শত্রুর রণক্ষেত্রে পেছনে হামলা করার ক্ষমতা রাখেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


