গাজার উিদ্বাস্তুদের অন্যত্র সরিয়ে দিতে নেতানিয়াহু-ব্লেয়ার আলোচনা
ইসরায়েলের চ্যানেল ১২ নিউজ একথা জানিয়েছে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ব্লেয়ার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী গানতজের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তারা গাজার উদ্বাস্তুদেরকে কোন কোন দেশে গ্রহণ করতে সম্মত হতে পারে তা খুঁজে বের করার ব্যাপারে ব্লেয়ারের ভূমিকা কি হবে তা নিয়ে তারা আলোচনা করেছেন।
চ্যানেল ১২ জানায়,বোমা হামলায় গাজায় বাস্তুচ্যূত ফিলিস্তিনি উদ্বাস্তুদেরকে অন্যান্য দেশে উচ্ছেদ করার ইসরায়েলি পরিকল্পনা কার্যকর করার প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ব্লেয়ার।
সূত্রের বরাত না দিয়েই চ্যানেল ১২ জানায়, ব্লেয়ার সম্প্রতি নেতানিয়াহু ও গানতজের সঙ্গে বৈঠক করেন। গাজার ফিলিস্তিনিদের উচ্ছেদ করে কোথায় পাঠানো যায় তা ঠিক করবেন ব্লেয়ার।
সাংবাদিক বারাক রাভিদ এক্সএ দেওয়া এক পোস্টে বলেছেন, ব্লেয়ারে দপ্তর এ ইসরায়েলি খবরকে অস্বীকার করেছে। ব্লেয়ারের মুখপাত্রের বরাত দিয়ে রাভিদ বলেন,গাজার লোকদেরকে স্বেচ্ছায় উচ্ছেদ করার তার কোন ভূমিকা থাকার কথা সত্য নয়। এ ব্যাপারে তার সঙ্গে কোন ধরণের আলোচনা হয়নি। এবং তিনি এমন কিছু করার কথা ভাবছেন না।
যুদ্ধ পরবর্তী সময়ে গাজার উদ্বাস্তুদের কি করা হবে সে বিষয়ে ইসরায়েল সরকার অবশ্য আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


