গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের চেষ্টা দিবাস্বপ্ন মাত্র: হামাস
ফিলিস্তিনের স্বাধীনতার জন্য যুদ্ধরত অন্যতম সংগঠন হামাস এ মন্তব্য করেছেন। গত সপ্তাহে ইসরায়েলি সংবাদ মাধ্যম জানায় যে, প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজা থেকে ফিলিস্তিনিদের ‘স্বেচ্ছায় অন্য দেশে চলে যাওয়ার’ তথাকথিত কার্যক্রম এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন।
ফিলিস্তিনি ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস সোমবার এক বিবৃতিতে বলেছে, গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করার ইসরায়েলি নেতাদের বক্তব্য ‘অকরণীয় দিবাস্বপ্ন’ আর কিছু নয়।
এতে বলা হয়, ফিলিস্তিনি জনগণের সুদৃঢ় মনোবল ও সংকল্প এবং বীরোচিত প্রতিরোধের মুখে এ ধরণের পরিকল্পনা কখনো বাস্তবায়ন করা সম্ভব হবে না, ধুলায় মিশে যাবে।
ইসরায়েলি সরকারের কর্মকর্তাদের উচ্ছেদ করা সম্পর্কিত ফ্যাসিবাদী বক্তব্যকে রুখে দিতে সক্রীয় পদক্ষেপ নিতে হামাসের বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের প্রতি আহ্বান জানানো হয়েছে।
গত ২৬ ডিসেম্বর ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে গাজার বাসিন্দাদের স্বেচ্ছায় উচ্ছেদ’ উদ্যোগের ব্যাপারে আন্তর্জাতিক অবস্থান কি তা জানানো এবং এধরণের অপরাধ রোধ করার আহ্বান জানায়।
গত ৭ অক্টোবর হামাস যোদ্ধারা অপারেশন আল-আকসা তুফান অভিযান চালায়। এতে ১হাজার ১৩৭ ইসরায়েলি নিহত ও দুই শতাধিক জিম্মি হিসেবে আটক হয়। সেই থেকে প্রায় তিন মাস ধরে ইসরায়েল গাজায় বর্বর হামলা ও গণহত্যা চালিয়ে যাচ্ছে। এতে প্রায় ২২ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন যার মধ্যে ৮হাজার ৮০০ জনই শিশু।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


