৪ দিনের লড়াইয়ে গাজায় ১৬ সেনা নিহত, ৭১ ইসরায়েলি সমরযান ধ্বংস: হামাস

হামাসের সশস্ত্র শাখা আল-কাসাম ব্রিগেডএর মুখপাত্র আবু ওবায়দা এক বিবৃতিতে একথা জানিয়েছে। তিনি বলেন, ১৬ ইসরায়েলি সেনা নিহত হওয়ার বিষয়ে তারা নিশ্চিত হয়েছেন। এসময় আরও বহু ইসরায়েলি সেনা আহত হয়েছে। 

তিনি বলেন, কাসাম ব্রিগেডের য্দ্ধোারা ৪২ বার হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাদের ওপর। তাদের যোদ্ধারা কখনো ইসরায়েলি সেনাদের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে লিপ্ত হয়েছে। কখনো সুড়ঙ্গে ফাঁদ পেতে রাখে তাদের ঘায়েল করেছে। আবার কখনো বিস্ফোরকের সাহায্যে সেনাদের অবস্থান নেওয়া ভবনগুলো উড়িয়ে দিয়েছে।

হামাসের মুখপাত্র তার বিজ্ঞপ্তিতে নববর্ষের শুরুতে গাজা থেকে ঝাঁকে ঝাঁকে তেল আবিবের দিকে রকেট নিক্ষেপের কথাও উল্লেখ করেছেন। আবু ওবায়দা বলেন, ২০২৪ সালে অন্যান্য প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে কাসাম ব্রিগেডের সেনারা দুশমন বাহিনীর ওপর বহু হামলা চালিয়েছে। এতে দুশমনের ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news