ইরানে সোলায়মানির মাজারের কাছে বিস্ফোরণ, নিহত ৫৩ 

 ইরানের কেরমান প্রদেশে বিস্ফোরণে অন্তত ৫৩ জন শহীদ এবং ৭১ জনেরও বেশি আহত হয়েছে। বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, শহীদ কাসেম সোলাইমানির শাহাদাত বার্ষিকী উপলক্ষে হাজার হাজার মানুষ কেরমানের ‘শহীদ গুলজার’ কবরস্থানের দিকে যাওয়ার পথে ওই বিস্ফোরণ ঘটে।

কাসেম সোলাইমানিকে ওই কবরস্থানে দাফন করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে পর পর দুটি বিস্ফোরণ ঘটে। প্রথম বিস্ফোরণটি ঘটে সোলাইমানির মাজার থেকে ৭০০ মিটার দূরে। দ্বিতীয় বিস্ফোরণটি মাজার থেকে এক কিলোমিটার দূরে এবং যিয়ারতকারীদের যাবার পথ থেকে চেক-পোস্টের বাইরে ঘটে।

বিস্ফোরণের ভয়ানক শব্দ শুনে শহীদ গুলজারের দিকে যিয়ারতের জন্য যাওয়া যাত্রীরা দ্রুত রাস্তা ছেড়ে দেয় যাতে অ্যাম্বুলেন্সগুলো বিস্ফোরণস্থলের দিকে যেতে পারে। কেরমানের জরুরি বিভাগের প্রধান জানিয়েছেন বিস্ফোরণের ঘটনায় আহতদের কেরমান হাসপাতালে চিকিৎসার জন্যে নেওয়া হয়। 

কেরমানের গভর্নরের রাজনৈতিক ও নিরাপত্তা উপদেষ্টা বলেছেন, গোলজার শহীদদের পথে ২টি বিস্ফোরণই ছিল সন্ত্রাসী হামলা।

ইরনার সাংবাদিক জানিয়েছে, প্রথম বিস্ফোরণের কিছুক্ষণ পরই দ্বিতীয় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে উদ্ধারকর্মীরা দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছে যায়। 

ইরানের জরুরি সংস্থার প্রধান বলেছেন, কাসেম সোলাইমানির শাহাদতের ৪র্থ বার্ষিকীতে  বিস্ফোরণের ঘটনায় কেরমান প্রদেশের সকল চিকিৎসাকেন্দ্র ও হাসপাতালগুলো সতর্ক অবস্থায় রয়েছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news