সোমালিয়ায় ১৫ ভারতীয় ক্রুসহ জাহাজ ছিনতাই
ঘটনাস্থলের কাছে অবস্থান নিয়েছে ভারতীয় যুদ্ধজাহাজ।
ইতোমধ্যেই ভারতীয় নৌসেনার একটি যুদ্ধজাহাজ অকুস্থলের কাছাকাছি পৌঁছে গেছে। আকাশপথে নজরদারি চালাচ্ছে নৌসেনার বিমানও।
জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলের দিকে ছিনতাইকারীদের কবলে পড়ে এমভি লীলা নরফোক নামে ওই জাহাজটি। লাইবেরিয়া থেকে জাহাজটি যাত্রা শুরু করেছিল। তার পরে সোমালিয়ার উপকূলে পৌঁছতেই অপহরণকারীদের কবলে পড়ে বাণিজ্যতরীটি। জাহাজে কর্মরত আছেন ১৫ জন ভারতীয়। আটকে পড়েছেন তারা সকলেই।
বিকেলে এই খবর পেয়েই উদ্বিগ্ন হয়ে পড়ে ভারতীয় নৌসেনা। সঙ্গে সঙ্গে সোমালিয়ার উদ্দেশে আইএস চেন্নাই যুদ্ধজাহাজটি পাঠানো হয়। অন্যদিকে, আকাশপথে গোটা পরিস্থিতির দিকে নজর রাখছে নৌসেনার বিমান। সেনা সূত্রে খবর, জাহাজে থাকা ভারতীয় কর্মীদের সঙ্গে যোগাযোগ করা গিয়েছে। তবে অপহরণকারীদের কবে উদ্ধার করা যাবে সেই নিয়ে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


