গাজায় বিমান থেকে ৭ টন মানবিক সহায়তা দিলো ফ্রান্স ও জর্ডান

শুক্রবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর উদ্ধৃতি দিয়ে এই সংবাদ জানায় তুরস্কের বার্তাসংস্থা আনাদুলু। এলিসি প্রাসাদের একটি রিপোর্টের উল্লেখ করে বলা হয়, দুটি সামরিক বিমান বৃহস্পতিবার রাতে গাজা উপতক্যায় এই মানবিক সহায়তা পৌছে দেয়। দুটি বিমানের মধ্যে একটি ফ্রান্সের ও একটি জর্ডানের।

ম্যাক্রোঁ সামাজিক মাধ্যম এক্স-এ লিখেন, এখনও গাজায় মানবিক পরিস্থিতি আশঙ্কাজনক। এমন কঠিন পরিস্থিতিতে গাজায় যাদের সাহায্য প্রয়োজন তাদের বিমানের মাধ্যমে সহয়তা পাঠাচ্ছে ফ্রান্স ও জর্ডান।

উল্লেখ্য, ৭ অক্টোবর থেকে শুরু হওয়া গাজা-ইসরায়ের যুদ্ধে এখন পর্যন্ত ২২ হাজার ৬০০ ফিলিস্তিনি নিহত এবং ৫৭ হাজার ৯১০ জন আহত হয়েছে। খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে বাস্তুচ্যুত হয়েছে প্রায় ২৬ লাখ  বাসিন্দা।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news