হামাসের ভয়ে উপস্থাপিকার বন্দুক নিয়ে টিভিতে লাইভ সম্প্রচার

হামাসের হামলার ভয়ে রয়েছেন ইসরায়েলের সম্প্রচার মাধ্যম চ্যানেল-১৪ এ সংবাদ উপস্থাপিকা। লিতাল শিমেশ নামের এই নারী লাইভ সম্প্রচারে বন্দুক নিয়ে যুক্ত হওয়ার পর তার একটি ছবি ভাইরাল হয়েছে। গত মঙ্গলবার কোমরে বন্দুক নিয়ে সংবাদ উপস্থাপন করেন তিনি। সেই সময়কার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। 

এই ভাইরাল ছবি নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন লোকেরা। ভাইরাল ছবিটিতে তাকে কোমরে বন্দুক নিয়ে অ্যাঙ্কর ডেস্কে বসে সংবাদ উপস্থাপন করতে দেখা যায়। হামাসের নতুন হামলার আশঙ্কায় ইসরায়েলে ক্রমবর্ধমান নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। চলমান এই পরিস্থিতিতে ইসরায়েলের অনেক নারী সবসময় আগ্নেয়াস্ত্র সাথে রাখছেন। 

সামাজিক যোগাযোগামাধ্যমে লিতাল শিমেশ সম্প্রতি নিজের বেশ কিছু ছবি শেয়ার করেছেন। যেখানে তাকে বন্দুক থেকে গুলি ছোড়ার অনুশীলন করতেও দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যান্য ইসরায়েলি নারীদের অস্ত্র হাতে তুলে নেওয়ার আহ্বান জানান তিনি।

শিমেশ একেবারে যুদ্ধক্ষেত্র থেকে সংবাদ পরিবেশনের পাশাপাশি সামরিক বাহিনীর ইউনিফর্মে নিজের বেশ কয়েকটি ছবিও শেয়ার করেছেন। ২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত ফিলিস্তিনের দ্বিতীয় ইন্তিফাদা চলাকালীন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বর্ডার পুলিশ বিভাগে পূর্ণকালীন সৈনিক হিসেবে কাজ করেছিলেন তিনি।

 সে সময় ইসরায়েলি বর্ডার পুলিশের ১০০ জন পুরুষ সদস্যের একটি ইউনিটের মাত্র পাঁচ নারী সদস্যের একজন ছিলেন তিনি। ফিলিস্তিনিদের সাথে সংঘাতের সময় ইসরায়েলি গোয়েন্দা সংস্থায় নিযুক্ত ছিলেন তিনি। ইসরায়েলের বিভিন্ন নিরাপত্তা চৌকিতে দায়িত্ব পালন করেন এই নারী।

গত ৭ অক্টোবর হামাসের হামলার কিছুক্ষণ পর শিমেশ গাজা উপত্যকায় ইসরায়েল পাল্টা আক্রমণের পরিকল্পনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। গত ১২ অক্টোবর মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই যুদ্ধে, হামাসের বিরুদ্ধে এই যুদ্ধে লড়াই করার জন্য সমগ্র দেশকে জড়িয়ে ফেলা হচ্ছে। আমরা ইসরায়েলের ৭৫ বছরের ইতিহাসে এমন হত্যাকাণ্ড দেখিনি। এটা আমাদের জন্য দ্বিতীয় হলোকাস্ট।’সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news