লেবাননে ইসরায়েলি হামলায় এবার হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহত
লেবাননে হিজবুল্লাহর সামরিক কমান্ডার ছিলেন বিশাম হাসান তাবিল ওরফে জাওয়াদ। ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন হিজবুল্লাহর শীর্ষস্থানীয় এই কমান্ডার। লেবাননের দক্ষিণ সীমান্তে ইসরায়েলি বাহিনীর সঙ্গে পাল্টাপাল্টি হামলায় নেতৃস্থানীয় ভূমিকা পালন করেছিলেন জাওয়াদ। নাম প্রকাশে অনিচ্ছুক লেবাননের নিরাপত্তা বাহিনীর একজন কর্মকর্তা সোমবার বলেছেন, লেবাননের দক্ষিণাঞ্চলে জাওয়াদের গাড়ি লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল।
লেবাননের ওই কর্মকর্তা জানান, নিহত বিশাম হাসান তাবিল হিজবুল্লাহ আন্দোলনের বিভিন্ন শীর্ষস্থানীয় পদে দায়িত্ব পালন করেছেন।
গত ৭ অক্টোবর ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘর্ষ শুরু হওয়ার পর প্রায় প্রতিদিন লেবাননের সীমান্ত থেকে হিজবুল্লাহ যোদ্ধা ও ইসরায়েলি সেনাবাহিনীর পাল্টাপাল্টি গোলাগুলি চলছে। এই তিন মাস ধরে সীমান্তবর্তী এলাকায় এই সংঘর্ষে লেবাননে হিজবুল্লাহর ১৩৫ যোদ্ধাসহ ১৮০ জনের বেশি নিহত হয়েছেন। অপর দিকে ইসরায়েলের উত্তরাঞ্চলে দেশটির নয়জন সেনাসদস্য ও অন্তত চারজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
এর মধ্যে গত সপ্তাহে লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বিমান হামলায় হামাসের উপপ্রধান সালেহ আল–আরোরি নিহত হন। এ ঘটনায় গাজার সংঘাত আঞ্চলিক সংঘর্ষে রূপ নেওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে লেবাননে আবার হামলা চালিয়ে হিজবুল্লাহ এই কমান্ডারকে হত্যা করল ইসরায়েল।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


